কীভাবে কমবে শিশুমৃত্যুর হার? জানুন কী পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা
শিশুর স্বাস্থ্য-বুদ্ধির বিকাশের সেরা ওষুধ মায়ের শরীরের ওম। ক্যাঙারুর মতো সবসময় বুকে আগলে রাখতে হবে সন্তানকে। কমবে শিশুমৃত্যুর হারও। এমনই পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। যে শিশুর পৃথিবীর বুকে পা রাখাই অনিশ্চিত ছিল, সেই-ই এখন লালিত হচ্ছে মায়ের ওমে।
ওয়েব ডেস্ক: শিশুর স্বাস্থ্য-বুদ্ধির বিকাশের সেরা ওষুধ মায়ের শরীরের ওম। ক্যাঙারুর মতো সবসময় বুকে আগলে রাখতে হবে সন্তানকে। কমবে শিশুমৃত্যুর হারও। এমনই পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। যে শিশুর পৃথিবীর বুকে পা রাখাই অনিশ্চিত ছিল, সেই-ই এখন লালিত হচ্ছে মায়ের ওমে।
সমৃদ্ধার ছোঁয়ায় সমৃদ্ধি ফিরেছে খড়দার সরকার পরিবারে। বাড়িতে খুশির জোয়ার। নেপথ্যে অবশ্য বাণী সরকার। সমৃদ্ধার দিদা। সরকারি হাসপাতালের নার্স। ফলে, সদ্যোজাতর লালন-পালনের হালহকিকত্ তাঁর নখদর্পণে। মেয়ের ঘরের মেয়ে। এত কষ্ট করে পাওয়া আদরের ধন। তাই সমৃদ্ধাকে লালনের জন্য মেয়ে সুলগ্নাকে নিজের হাতে শিখিয়েছেন ক্যাঙারু-মাতৃত্ব।
মেয়েকে এক মুহূর্তের জন্যও কাছছাড়া করেন না মা। দাদু দোলনা এনে দিয়েছেন। কিন্তু মায়ের পরামর্শে মেয়ে তাঁর মেয়েকে সেই দোলনায় শোয়ান না। খুশিতে ভরে আছে বাড়ি। নতুন অতিথির মুখ দেখতে আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধবদের আনাগোনা। তবে সমৃদ্ধাকে কাছছাড়া করছেনই না সুলগ্না।