গলব্লাডারে পাথর: চিনে নিন এই সব উপসর্গ থেকে

আসুন এ বিষয়ে সবিস্তারে জেনে নেওয়া যাক...

Updated By: Aug 18, 2019, 03:02 PM IST
গলব্লাডারে পাথর: চিনে নিন এই সব উপসর্গ থেকে
—প্রতীকী ছবি।

নিজস্ব প্রতিবেদন: আমাদের লিভারের পাশেই রয়েছে গলব্লাডার বা পিত্তথলি। পিত্তথলি থেকে নিঃসৃত পিত্তরস খাবার হজমে সাহায্য করে। রক্তে কোলেস্টেরলের মাতচ্রা বৃদ্ধি পেলে, বিলিরুবিনের আধিক্য দেখা দিলে বা পিত্তরস জমে গিয়ে পিত্তথলিতে পাথর সৃষ্টি করতে পারে। পুরুষদের তুলনায় মহিলারাই গলব্লাডারের সমস্যায় বেশি আক্রান্ত হন। সাধারণত পেটের ওপরের অংশে ডান দিকে তীব্র ব্যথা হওয়া, জ্বর বা বার বার বমি হলেই এগুলিকে গলব্লাডার স্টোন বা পিত্তথলিতে পাথর হওয়ার প্রাথমিক লক্ষণ হিসাবে মনে করা হয়। আসুন এ বিষয়ে সবিস্তারে জেনে নেওয়া যাক...

গলব্লাডার স্টোন বা পিত্তথলিতে পাথর হওয়ার প্রাথমিক লক্ষণ:

১) পেটের ওপরের অংশে ডান দিকে তীব্র ব্যথা হওয়া এবং ওই ব্যথা ডান কাঁধে ছড়িয়ে পড়া।

২) কাঁপুনি দিয়ে জ্বর আসতে পারে।

৩) জ্বরের সঙ্গে বমি বমি ভাব বা বমিও হতে পারে।

৪) চর্বিজাতিয় খাবার, অতিরিক্ত তৈলাক্ত খাবার বা মাংস খেলেই পেটে ব্যথা হওয়া।

আরও পড়ুন: রাজ্যে বাড়ছে ডেঙ্গির প্রকোপ! চিনে নিন ডেঙ্গির কয়েকটি উপসর্গ, সতর্ক থাকুন

৫) জ্বরের সঙ্গে জন্ডিসের লক্ষণও প্রকাশ পেতে পারে।

এ সমস্ত লক্ষণ দেখলেই দ্রুত চিকিৎসকের কাছে যান। এই উপসর্গগুলিকে একেবারেই অবহেলা করবেন না। সামান্য সমস্যাতেও ইচ্ছে মতো গ্যাসের ওষুধ না খেয়ে কোনও চিকিৎসকের পরামর্শ নিন।

.