আরও সস্তা হলো Favipiravir! স্বাধীনতা দিবসে বাজারে আনছে হায়দরাবাদের সংস্থা

স্বাধীনতা দিবসেই এই সংস্থা বাজারে আনছে "ফ্যাভিলো (Favilow)।"  যার দাম মাত্র ৩৩ টাকা প্রতি ট্যাবলেট।

Edited By: সুদেষ্ণা পাল | Updated By: Aug 14, 2020, 04:23 PM IST
আরও সস্তা হলো Favipiravir! স্বাধীনতা দিবসে বাজারে আনছে হায়দরাবাদের সংস্থা
প্রতীকী চিত্র

নিজস্ব প্রতিবেদন: করোনা চিকিৎসায় অনেক ক্ষেত্রেই সুফল মিলেছে ফ্যাভিপিরাভির (Favipiravir) প্রয়োগে। ভারতে একাধিক সংস্থা বাজারে এনেছে ফ্যাভিপিরাভির। তবে এবার অত্যন্ত সস্তায় ফ্যাভিপিরাভির নিয়ে আসতে চলেছে হায়দরাবাদের MSN ল্যাবরেটরি।

স্বাধীনতা দিবসেই এই সংস্থা বাজারে আনছে "ফ্যাভিলো (Favilow)।"  যার দাম মাত্র ৩৩ টাকা প্রতি ট্যাবলেট। ২০০ মিলিগ্রাম ট্যাবলেট হিসেবে সারা দেশে পৌঁছে যাবে ফ্যাভিলো (Favilow)। এর আগেও একাধিক সংস্থা ভারতের বাজারে নিয়ে এসেছে এই ওষুধ।

আরও পড়ুন: করোনা আবহে প্রাণ বাঁচাতে পারে অক্সিমিটার? জেনে নিন সবটা

গ্লেনমার্কের তৈরি FaviFlu-র দাম ছিল ১০৩ টাকা। পরে তা কমে হয়েছিল ৭৫ টাকা প্রতি ট্যাবলেট। ব্রিনটন ফার্মাসিউটিক্যালস Faviton নিয়ে এসেছিল প্রতি ট্যাবলেট ৫৯ টাকায়। তবে তার থেকেও কম দামে Favipiravir বাজারে এসেছিল সান ফার্মার (Sun Pharma) হাত ধরে। তাদের তৈরি FluGuard এর দাম ছিল প্রতি ট্যাবলেট ৩৫ টাকা। এছাড়াও ৩৯ টাকায় Favipiravir বাজারে এনেছিল জেনবারক্ট ফার্মা। এবার MSN ল্যাবরেটরি আনল মাত্র ৩৩ টাকায়।

.