২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ লাখ ৭৩২ জন, চিন্তা বাড়াচ্ছে সক্রিয় রোগীর সংখ্যা
সক্রিয় রোগীর সংখ্যা ৩৪ লক্ষ ১৩ হাজার ৬৪২ । আর এই সংখ্যাটাই ভয় দেখাচ্ছে। মুখ থুবড়ে পড়েছে হাসপাতাল পরিকাঠামো।
নিজস্ব প্রতিবেদন: মিলছে বিশেষজ্ঞদের সমীক্ষা? কারণ তারা জানিয়েছিলেন মে মাস আসতেই কমবে আক্রান্তের সংখ্যা। কিন্তু সেটা স্বস্তির নয়। কারণ, এরপরই ঢুকতে পারে তৃতীয় ঢেউ। তবে যদি এই সময় সাবধান হয়ে যান, শুধরে ফেলেন নিজের কিছু অভ্যাসকে, তাহলে আটকে ফেলা যাবে বলে জানাচ্ছেন তারা। কিন্তু কতটা সম্ভব তা নিয়ে আশঙ্কা থাকছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৬৮ হাজার ১৪৭ জন। সুস্থ হয়েছেন ৩ লাখ ৭৩২ জন।
তবে মৃত্যু হার সেই এক জায়গাতেই রয়ে গিয়েছে। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৪১৭ জনের। মোট করোনায় আক্রান্ত ১ কোটি ৯৯ লক্ষ ২৫ হাজার ৬০৪ জন। যার মধ্যে সুস্থ হয়েছেন ১৬ লক্ষ ২৯ হাজার ৩০০৩ জন। মৃত্যু সংখ্যা ২ লক্ষ ১৮ হাজার ৯৫৯ জন। সক্রিয় রোগীর সংখ্যা ৩৪ লক্ষ ১৩ হাজার ৬৪২ । আর এই সংখ্যাটাই ভয় দেখাচ্ছে। মুখ থুবড়ে পড়েছে হাসপাতাল পরিকাঠামো।
India reports 3,68,147 new #COVID19 cases, 3,00,732 discharges, and 3,417 deaths in the last 24 hours, as per Union Health Ministry
Total cases: 1,99,25,604
Total recoveries: 16,29,3003
Death toll: 2,18,959
Active cases: 34,13,642Total vaccination: 15,71,98,207 pic.twitter.com/C0UrYU3q44
— ANI (@ANI) May 3, 2021
২৪ ঘণ্টায় ভ্যাকসিন পেয়েছেন ১৫ কোটি ৭১ লক্ষ ৯৮ হাজার ২০৭ জন।