Covid 19: দ্রুত বাড়ছে করোনার নতুন প্রজাতি; ফের কি টিকা নিতে হবে, কী বললেন কোভিড প্যানেলের প্রধান?
Covid 19: ডা অরোরা বলেন, করোনা সংক্রমণের এই পরিস্থিতিতে বলা যেতে পারে ৬০ বছরের বেশি যাদের বয়স তাদের সতর্ক থাকতে হবে। যাদের মধ্যে কোমরবিডিটি রয়েছে তারাও সতর্ক থাকুন
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেশে নতুন করে বাড়ছে করোনার নতুন প্রজাতি Covid 19 JN.1। গত ২৪ ঘণ্টায় গোটা দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৬৫৬ জন। মৃত্যু হয়েছে একজনের। ফলে এবার কি ফের সেই করোনা বিধিনিষেধ? ফের কি টিকা নিতে হবে? এনিয়ে দেশের মানুষকে আশ্বস্ত করলেন কোভিড প্যানেলের প্রধান। সার্স কোভ ২ জেনোমিক্স কনসোর্টিয়ামের প্রধান ডা এন কে অরোরা জানিয়েছেন, বর্তমান যে কোভিড প্রজাতির বাড়বাড়ন্ত দেখা যাচ্ছে তার সংক্রমণে নতুন করে কোনও টিকা নিতে হবে না।
আরও পড়ুন-অপসারণ সংঘাতের মধ্যেই যাদবপুরে সমাবর্তন, মঞ্চে উপস্থিত বুদ্ধদেব
ডা অরোরা বলেন, করোনা সংক্রমণের এই পরিস্থিতিতে বলা যেতে পারে ৬০ বছরের বেশি যাদের বয়স তাদের সতর্ক থাকতে হবে। যাদের মধ্যে কোমরবিডিটি রয়েছে তারাও সতর্ক থাকুন। ক্যান্সারের রোগী যাদের ওষুধ চলছে তাদের সতর্ক থাকতে হবে। এমন মানুষজন যদি এখনও কোনও সতর্কতা না নেন তাহলে তাদের প্রতিষেধক নিতে হবে। তা না হলে কোনও টিকা নেওয়ার কোনও প্রয়োজন নেই।
#WATCH | On Covid-19 new variant Jn.1, Dr NK Arora, Chairman, INSACOG says, " Within India...from October last week and then till now in last 8 weeks, we have seen 22 cases...there is no evidence that it is spreading very rapidly...Jn.1 is less than 1% of all the isolates so far.… pic.twitter.com/fPyLgoPJrQ
— ANI (@ANI) December 23, 2023
করোনার নতুন ভ্যারিয়ান্ট জে এন ডট ওয়ান এর বাড়বাড়ন্ত নিয়ে ডা অরোরা বলেন, অক্টোবরের শেষ থেকে পরবর্তী ৮ সপ্তাহে আমরা ২২টি কেস দেখেছি। এখনওপর্যন্ত এমন কোনও লক্ষন নেই যে এই প্রজাতিটি দ্রুত ছড়াচ্ছে। অন্যান্য প্রজাতির সঙ্গে এটিকে আলাদা করা খুব কঠিন। এতে আক্রান্ত হয়ে হাসপাতালে আসা রোগীর সংখ্যা বাড়ছে না। উদ্বেগের কোনও কারণ নেই। আমাদের নজর রাখতে হবে। অন্যান্য ভ্যারিয়েন্টের মতোই এটি উপসর্গ একই। একই রকম জ্বর, সর্দি ও কফ দেখা যায় এক্ষেত্রেও। কখনও কখনও ডায়রিয়া কিংবা শরীরে ব্যথা হতে পারে। দু-তিন দিনের মধ্যে এমন রোগী ভালো হয়ে যেতে পারেন।
এখনওপর্যন্ত কেরালাদেই এই রোগী বেশি দেখা গিয়েছে। গত ২৪ ঘণ্টায় যতজন আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে অধিকাংশই কেরালার। এখনওপর্যন্ত ৩৪২০ জন গাটা দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)