কিছুটা দাম কমল ওষুধের

সস্তা হল বেশ কিছু ওষুধ। এর মধ্যে অন্যতম HIV সংক্রমণ, অ্যাংজাইটি ডিসঅর্ডার, ডায়াবেটিস-এর ওষুধ। সার্বিকভাবে গড়ে ২৫ শতাংশ দাম কমেছে এই ওষুধগুলির। দাম কমার সর্বোচ্চ হার ৪৪ শতাংশ, আর সর্বনিম্ন হার ৫ শতাংশ।

Updated By: Dec 24, 2016, 09:53 PM IST
কিছুটা দাম কমল ওষুধের

ওয়েব ডেস্ক: সস্তা হল বেশ কিছু ওষুধ। এর মধ্যে অন্যতম HIV সংক্রমণ, অ্যাংজাইটি ডিসঅর্ডার, ডায়াবেটিস-এর ওষুধ। সার্বিকভাবে গড়ে ২৫ শতাংশ দাম কমেছে এই ওষুধগুলির। দাম কমার সর্বোচ্চ হার ৪৪ শতাংশ, আর সর্বনিম্ন হার ৫ শতাংশ।

আরও পড়ুন- অ্যালার্জি রুখতে মশা মারার ধূপ ও ডিওডোরেন্ট থেকে সাবধান

উল্লেখ্য, ন্যাশানাল ড্রাগ প্রাইসিং রেগুলেটর মোট ২৯টি ফর্মুলেশনের দাম বেঁধে দিয়েছে। এছাড়া রেগুলেটরের মাধ্যমে সর্বোচ্চ ৫৫ রকমের ফর্মুলেশন ও ওষুধের দাম নির্ধারিত বা পুনর্মার্জনা করা হয়েছে বলে জানা গেছে। এই দাম হ্রাসে কিঞ্চিত স্বস্তির হাওয়া গ্রাহক মহলে। কারণ, দাম কমে যাওয়া ওষুধের মধ্যে ডায়াবেটিসের মতো এমন বেশ কিছু রোগের ওষুধ রয়েছে যার চাহিদা দেশীয় বাজারে অত্যন্ত বেশী।

আরও পড়ুন- পালং খেয়ে ধরে রাখুন বয়স! জেনে নিন পালং-এর গুণাগুণ

.