সফল অস্ত্রপচারে ৬ বছরের শিশুর হৃদপিণ্ড থেকে বের করা হল পেনসিল
সফল অস্ত্রপচারে শিশুর হৃদপিণ্ড থেকে বের করে আনা হল পেনসিল। কঠিন এই অস্ত্রপচারটি করেছেন মাধপুরের ম্যাক্সকিউর হাসপাতালের কার্ডিওথোরাসিক সার্জিকাল টিম।
ওয়েব ডেস্ক: সফল অস্ত্রপচারে শিশুর হৃদপিণ্ড থেকে বের করে আনা হল পেনসিল। কঠিন এই অস্ত্রপচারটি করেছেন মাধপুরের ম্যাক্সকিউর হাসপাতালের কার্ডিওথোরাসিক সার্জিকাল টিম।
স্কুল থেকে ফেরার পথে হঠাত্ই পড়ে যায় ৬ বছরের চরণ। তখনই পেনসিল ঢুকে যায় তার হৃদপিণ্ডে। চরণের বাবা, মা তাকে নিয়ে যান ওয়ারেঙ্গলের এমজিএম হাসপাতালে। সেখান থেকে হায়দরাবাদের ম্যাক্সকিওর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। ইমেজ স্ক্যানিংয়ের পর অস্ত্রপচারের সিদ্ধান্ত নেন চিকিত্সক সমীর দিওয়ালে। সফল অস্ত্রপচারের পর চরণ এখন সুস্থ হয়ে উঠছে বলে জানা গিয়েছে হাসপাতালের তরফে। ডা. সমীর জানান শিগগিরই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।
অস্ত্রপচারের প্রক্রিয়া পরিকল্পনা মাফিক ও সুষ্ঠ ভাবে সম্পন্ন হওয়ায় খুশি হাসপাতাল কর্তৃপক্ষও।