ছড়াচ্ছে বার্ড ফ্লু, তবুও কমছে না মুরগি, ডিমের দাম
সুখনা হ্রদে মৃত হাঁসের শরীরে এরমধ্যেই মিলেছে এভিয়ান ফ্লু-র জীবানু। তবে দাম তাতেও দাম কমছে না মুরগি ও ডিমের দাম।
ওয়েব ডেস্ক: সুখনা হ্রদে মৃত হাঁসের শরীরে এরমধ্যেই মিলেছে এভিয়ান ফ্লু-র জীবানু। তবে দাম তাতেও দাম কমছে না মুরগি ও ডিমের দাম।
বার্ড ফ্লু ছড়িয়ে পড়ায় ক্রেতা পাচ্ছেন না পোলট্রি মালিকরা। তবে তাতেও কিছুই হেরফের হচ্ছে না দামে। এমনকী, বার্ড ফ্লু-র খবরও স্বীকার করছেন না তারা। সেন্ট্রাল পোলট্রি ডেভলেপমেন্ট অরগানাইজেশনের ডিরেক্টর রবি কুমার জানালেন, কোনও ধরনের মুরগির জোগানের ওপরই নিষেধাজ্ঞা আসেনি। তাই মুরগি বা ডিমের দাম কমার কোনও প্রশ্নই নেই। জোগান বন্ধ করার কোনও নির্দেশও পাইনি আমরা। এখনই ভয় পাওয়ার কিছু নেই। চড়া আঁচে ভাল করে রান্না করা চিকেন খেলে কোনও সমস্যা হবে না। সরকারি ভাবে ঘোষণা না হওয়ার আগে আমাদের ভয় পাওয়ার কিছু নেই।
বয়লার মুরগি কেজি প্রতি ১৪০ টাকা থেকে ১৬০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে, ৩০টা ডিমের ট্রে প্রতি দাম ১৩০ টাকা থেকে ১৫০ টাকা।