জানেন, নখের নীচে ঠিক কতটা বিষ লুকিয়ে থাকে?

ছোট্ট থেকে খেতে বসার আগে মা-ঠাকুরমা বলতেন, 'ভালো করে হাত ধুয়ে খেতে বোস'। স্কুলে যাওয়ার আগে পই পই করে মা বলে দিতেন, 'হাত না ধুয়ে টিফিন খাবি না কিন্তু।' বাবা ছুটির দিন হলেই বসে পড়তেন, 'আয় নখটা কেটে যা।' কেন জানেন? আমরা সৌন্দর্যের জন্য হাতের নখ বাড়াই। নানা রঙের নেলপালিশ পরি। হরেক রকমের নেলআর্ট করাই। নখের পরিচর্চায় চলে ম্যানিকিওরও। কিন্তু জানেন কি, নখের নীচে ঠিক কতটা বিষ লুকিয়ে থাকে?

Updated By: Jun 25, 2016, 12:50 PM IST
জানেন, নখের নীচে ঠিক কতটা বিষ লুকিয়ে থাকে?

ওয়েব ডেস্ক : ছোট্ট থেকে খেতে বসার আগে মা-ঠাকুরমা বলতেন, 'ভালো করে হাত ধুয়ে খেতে বোস'। স্কুলে যাওয়ার আগে পই পই করে মা বলে দিতেন, 'হাত না ধুয়ে টিফিন খাবি না কিন্তু।' বাবা ছুটির দিন হলেই বসে পড়তেন, 'আয় নখটা কেটে যা।' কেন জানেন? আমরা সৌন্দর্যের জন্য হাতের নখ বাড়াই। নানা রঙের নেলপালিশ পরি। হরেক রকমের নেলআর্ট করাই। নখের পরিচর্চায় চলে ম্যানিকিওরও। কিন্তু জানেন কি, নখের নীচে ঠিক কতটা বিষ লুকিয়ে থাকে?

১) নখের নীচে লুকিয়ে থাকা নোংরা ও জীবাণু পিনওয়ার্ম-এর মত সংক্রমণ ছড়ায়।

২) নখের নীচের মাংসল অংশ, যাকে সাবআংগুয়াল রিজিয়ন বলে, শতাধিক ব্যাকটেরিয়ার জন্ম দেয়।

৩) অনেকে আবার কৃত্রিম নখ লাগান। তাদের ফিংগারপ্রিন্টে বেশি ব্যাকটেরিয়া পাওয়া যায়।

৪) কৃত্রিম নখ পরিষ্কার করাও অনেক ঝকমারি।

ডাক্তারদের তাই পরামর্শ, কৃত্রিম নখ না লাগানোই ভালো। নখ রাখতে হলে রাখুন। কিন্তু বেশি বড় করবেন না। নিয়মিত অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান দিয়ে নখ পরিষ্কার করুন।

.