জানেন কি সবথেকে বেশি ডায়াবেটিসে আক্রান্ত কোন রাজ্য?

গতকালই গিয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস। এবাররে স্বাস্থ্য দিবসের থিম ছিল 'বিট ডায়াবেটিস'। তাইাবেটিস নিয়ে জানা হয়েছে নানা কথা। ডায়াবেটিসের লক্ষণ থেকে ডায়াবেটিস থেকে বাঁচার উপায়। কিন্তু জানেন কি ভারতে কোন রাজ্যে সবথেকে বেশি ডায়াবেটিস হয়?

Updated By: Apr 8, 2016, 08:21 PM IST
জানেন কি সবথেকে বেশি ডায়াবেটিসে আক্রান্ত কোন রাজ্য?

ওয়েব ডেস্ক: গতকালই গিয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস। এবাররে স্বাস্থ্য দিবসের থিম ছিল 'বিট ডায়াবেটিস'। তাইাবেটিস নিয়ে জানা হয়েছে নানা কথা। ডায়াবেটিসের লক্ষণ থেকে ডায়াবেটিস থেকে বাঁচার উপায়। কিন্তু জানেন কি ভারতে কোন রাজ্যে সবথেকে বেশি ডায়াবেটিস হয়?

বিশ্ব স্বাস্থ্য দিবস যখন ডায়াবেটিসকে দূরে সরানোর কথা বলছে তখন চন্ডীগড়ে ক্রমাগত বাড়ছে ডায়াবেটিকের সংখ্যা। বৃহস্পতিবার কেন্দ্রীয় সবাস্থ্যমন্ত্রী যে ফলাফল ঘোষণা করেছেন সেই ফল অনুযায়ী সবথেকে বেশি ডায়াবেটিসের শিকার চণ্ডীগড়। বর্তমানে চণ্ডীগড়ের ১৩.৬ শতাংশ মানুষ ডায়াবেটিসের শিকার। প্রি-ডায়াবেটিস পর্যায়ে রয়েছেন ১৪.৬ শতাংশ মানুষ। চণ্ডীগড়ের পরেই রয়েছে তামিলনাড়ু। ডায়াবেটিসের প্রকোপ সবথেকে কম ঝাড়খণ্ডে। 

.