হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইনস্ট্যান্ট বিজনেস লোনের আবেদন প্রক্রিয়া এখন আরও সহজ, সুবিধা দিচ্ছে আইআইএফএল ফিনান্স - IIFL




হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইনস্ট্যান্ট বিজনেস লোনের আবেদন প্রক্রিয়া এখন আরও সহজ, সুবিধা দিচ্ছে আইআইএফএল ফিনান্স

Written by Web Desk Team | Published :May 22, 2023 , 3:13 pm IST

এই যুগে প্রযুক্তির মাধ্যমেই অনায়াসে করে ফেলা যায় ব্যবসায়িক কাজকর্ম। এবার তাই হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্রাহকরা যাতে ইনস্ট্যান্ট বিজনেস লোনের জন্য আবেদন করার সুবিধা পান, তার জন্য এক তাৎপর্যপূর্ণ পদক্ষেপ গ্রহণ করল আইআইএফএল ফিনান্স। অতিমারীর পর থেকেই ব্যবসায়িক ক্ষেত্রে প্রযুক্তি অপরিহার্য হয়ে উঠেছে। সাফ কথায় বলতে গেলে, যে সব ব্যবসা দ্রুত উন্নত প্রযুক্তির সঙ্গে মানিয়ে নিতে পারবে না, সেই সব ব্যবসার ভরাডুবি হবে। তবে জরুরিকালীন পরিস্থিতি অথবা সম্প্রসারণের ক্ষেত্রে ছোট ব্যবসায়ী, এমএসএমই এবং অন্ত্রেপ্রেনররা যে সমস্যাটার মুখোমুখি হন, সেটা হল ফান্ড বা তহবিলের ঘাটতি।

সাধারণত লোনের জন্য আবেদন করার পরে ব্যবসায়ীদের দীর্ঘ সময় প্রতীক্ষা করতে হয় অনুমোদনের জন্য। কিন্তু বর্তমানে অন্ত্রেপ্রেনর এবং ব্যবসায়ীরা সহজ সুবিধাজনক পদ্ধতিতেই লোনের জন্য আবেদন করতে পারেন। এর জন্য পোহাতে হয় না পেপারওয়ার্কের ঝামেলা। এমনকী বারবার ব্যাঙ্কে দৌড়ানো, মিটিং করা অথবা অনুমোদনের জন্য দীর্ঘ প্রতীক্ষা – এসব কিছুই করতে হয় না। শুধুমাত্র কয়েকটা ছোট্ট উপায় অবলম্বন করলেই নিজের ব্যবসা অনায়াসে বাড়ানো সম্ভব।

আইআইএফএল-এর আদর্শ হচ্ছে ‘সিধি বাত’। আর এই আদর্শকে সামনে রেখেই তারা বিজনেস লোন নেওয়া এবং আবেদন করার প্রক্রিয়া আরও সহজ করেছে। লোনের আবেদন প্রক্রিয়া সহজ হওয়ার সঙ্গে সঙ্গে ব্যবসায়ীর প্রয়োজনের সময় দ্রুত হাতে নগদ পেয়ে যেতে পারেন। বেশি ভোগান্তি পোহাতে হবে না। এর জন্য প্রযুক্তির শক্তিকেই কাজে লাগিয়েছে আইআইএফএল।

হোয়াটসঅ্যাপের মাধ্যমে কীভাবে বিজনেস লোনের জন্য আবেদন করা যাবে, সেটাই জেনে নেওয়া যাক।

ধাপ ১: একটি মেসেজ পাঠিয়ে প্রক্রিয়া শুরু করা যেতে পারে

আবেদন প্রক্রিয়া শুরু করতে সবার প্রথমে আইআইএফএল ফিনান্সের হোয়াটসঅ্যাপ নম্বরে: 9019702184 একটি ‘Hi’ লিখে পাঠাতে হবে। এই প্রাথমিক বার্তালাপের মাধ্যমে লোনের আবেদন চালু করা সম্ভব।

ধাপ ২: জরুরি নথি জমা দিতে হবে

এক বার আবেদন প্রক্রিয়া শুরু করে ফেলার পরের ধাপ হল জরুরি নথিপত্র আপলোড করা। আইআইএফএল ফিনান্সে বিজনেস লোনের জন্য আবেদনের ক্ষেত্রে তিনটি প্রয়োজনীয় নথি লাগবে: গ্রাহকের ব্যাঙ্ক স্টেটমেন্ট, ব্যবসার প্রমাণপত্র, কেওয়াইসি নথি। এগুলি সবথেকে গুরুত্বপূর্ণ, কারণ এর ভিত্তিতেই গ্রাহকের লোন পাওয়ার যোগ্যতা নির্ভর করবে।

ধাপ ৩: লোন অনুমোদন

জরুরি নথি জমা দিতেই আইআইএফএল ফিনান্সের তরফে গ্রাহকের আবেদন দ্রুত পর্যালোচনা করে দেখা হবে। তাদের ডিজিটাল প্রক্রিয়ার কারণে এই সময় লাগবে খুবই কম। এক বার লোনের অনুমোদন হয়ে গেলে গ্রাহকের হোয়াটসঅ্যাপে কনফার্মেশন মেসেজ আসবে।

ধাপ ৪: প্রয়োজনীয় অর্থ গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে বা চলে আসবে

লোন অনুমোদন হয়ে গেলেই গ্রাহকের রেজিস্টার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওই টাকা চলে আসবে। এর ফলে অহেতুক ব্যাঙ্কে ছুটতে হবে না। সম্পূর্ণ রূপে ঝামেলা মুক্ত এই প্রক্রিয়া।

হোয়াটসঅ্যাপের মাধ্যমে আইআইএফএল ফিনান্সের ইনস্ট্যান্ট বিজনেস লোন-এর মূল বৈশিষ্ট্য:

লোনের পরিমাণ:

এখানে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পাওয়া যাবে। ফলে বোঝাই যাচ্ছে, ব্যবসায়িক প্রয়োজন মেটাতে পর্যাপ্ত সহায়তা প্রদান করছে এই সংস্থা।

করতে হবে না পেপারওয়ার্ক:

লোনের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ রূপে ডিজিটাল। ফলে কাগজ-কলমে তা করার প্রয়োজন নেই। এতে সময়ও বাঁচবে আর খাটতেও হবে না।

এন্ড-টু-এন্ড ডিজিটাল প্রক্রিয়া:

আবেদন প্রক্রিয়া থেকে শুরু করে লোনের অর্থ হাতে আসা – এই গোটা প্রক্রিয়াটি সম্পন্ন হবে হোয়াটসঅ্যাপেই। এর ফলে যে কোনও জায়গা থেকে, যে কোনও সময়ে মাত্র কয়েকটা ক্লিকেই অনায়াসে লোনের জন্য আবেদন করা যাবে।

দেখা করে মিটিংয়ের দরকার নেই:

আইআইএফএল ফিনান্স তার গ্রাহকদের সময়ের মূল্য দেয়। তাই হোয়াটসঅ্যাপে লোন আবেদনের জন্য সংস্থার কোনও শাখায় কারও সঙ্গে দেখা করে মিটিং করার প্রয়োজন পড়বে না। বাড়ি কিংবা অফিসে বসেই এই লোনের আবেদন সম্পন্ন করা সম্ভব।