আইপিএলে মোহভঙ্গ বলিউডের!

আইপিএল নিয়ে মোহভঙ্গ হয়েছে বলিউডের। হ্যাঁ, আইপিএল সিক্সের প্রথম দুটো সপ্তাহ দেখে অন্তত তাই লাগছে। আইপিএলে তিনটে দলের মালিক সরাসরি বলিউডের লোক। আইপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির ব্র্যান্ড অ্যাম্বাসেডররা বলিউডের নায়ক-নায়িকা। কিন্তু এতসবের পরেও এবারের আইপিএলে বলিউডকে দারুণভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না।

Updated By: Apr 21, 2013, 09:35 PM IST

আইপিএল নিয়ে মোহভঙ্গ হয়েছে বলিউডের। হ্যাঁ, আইপিএল সিক্সের প্রথম দুটো সপ্তাহ দেখে অন্তত তাই লাগছে। আইপিএলে তিনটে দলের মালিক সরাসরি বলিউডের লোক। আইপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির ব্র্যান্ড অ্যাম্বাসেডররা বলিউডের নায়ক-নায়িকা। কিন্তু এতসবের পরেও এবারের আইপিএলে বলিউডকে দারুণভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না।
একটা সময় ছিল যখন আইপিএলের বিভিন্ন মাঠে প্রায় ভিড় পড়ে যেত বলিউড তারকাদের। মাঠে উপস্থিত দর্শকরা পর্যন্ত বলতেন, `এত সুপারস্টাররা আসেন, যে কাকে ছেড়ে কাকে দেখবে তার কূল পাওয়ার জোগাড় নেই`। এখন বরং ব্যাপরটা ঠিক উল্টো। প্রীতি জিন্টা, শিল্পা শেঠি, জুঁহি চাওলাদের বাদ দিলে বেশ কিছু ম্যাচ তো তারকাদের দেখাই পাওয়া যাচ্ছে না।
সব দেখে শুনে মনে হচ্ছে বলিউড যেন আইপিএলের যোগাযোগটা কোথাও একটা ছিঁড়ে গেছে। আইপিএলের সময় আগে বলিউড প্রযোজকরা সিনেমা রিলিজ করার সাহস পেতেন না। এখন বেশ পান। আইপিএলের প্রথম সপ্তাহেই দু দুটো ছবি রিলিজ হল। দুটো লো প্রোফাইল ছবিই মন্দ ব্যবসা করেনি। অনেকেই বলছেন, আইপিএলকে একটা সময় সমীহ করত বলিউড। সেই সমীহ থেকে আবার কখন আইপিএল থেকে সস্তা প্রচারের লোভে বলিউ কলাকুশলীরা ছুটতেন ম্যাচ দেখতে। কিন্তু এখন বলিউড বুঝেছে ব্র্যান্ড আইপিএলের বয়স হওয়ায় দাম কমেছে। তাই বড়ছে দূরত্ব। অনেকে তো বলছেন খোদ শাহরুখেরই নাকি আর অত মন নেই আইপিএলে! তাহলে সলমন, আমিরদের আর দোষ কোথায়?

Tags:
.