প্রথম সপ্তাহেই টিভিতে ছক্কা আইপিএলের
গত দুবছর মুখ থুবড়ে পড়লেও এবারের প্রথম সপ্তাহের রিপোর্ট কিন্তু বলছে আইপিএল সিক্স নিয়ে উন্মাদনায় কিছুটা হলেও গা ভাসিয়েছেন টিভি দর্শকরা। টেলিভিশন অডিয়ান্স মেজারমেন্ট ভিউয়ারশিপ তথ্য অনুযায়ী আইপিএলের প্রথম পাঁচটি ম্যাচ দেখতে টেলিভিশনের সামনে বসেছিলেন ১০ লক্ষ দর্শক। ২০১২ সালে প্রথম ৬টি ম্যাচ দেখেছিলেন মাত্র ৭ লক্ষ ৯০ হাজার দর্শক।
গত দুবছর মুখ থুবড়ে পড়লেও এবারের প্রথম সপ্তাহের রিপোর্ট কিন্তু বলছে আইপিএল সিক্স নিয়ে উন্মাদনায় কিছুটা হলেও গা ভাসিয়েছেন টিভি দর্শকরা। টেলিভিশন অডিয়ান্স মেজারমেন্ট ভিউয়ারশিপ তথ্য অনুযায়ী আইপিএলের প্রথম পাঁচটি ম্যাচ দেখতে টেলিভিশনের সামনে বসেছিলেন ১০ লক্ষ দর্শক। ২০১২ সালে প্রথম ৬টি ম্যাচ দেখেছিলেন মাত্র ৭ লক্ষ ৯০ হাজার দর্শক।
মিডিয়া এজেন্সি জেনিথঅপটিমিডিয়া ইন্ডিয়ার ম্যানেজিং পার্টনার নবীন খেমকা জানিয়েছেন, "শুরুর দিকেই এতটা জনপ্রিয়তার কারণ প্রতিটা ম্যাচই খুব ভাল খেলা হয়েছে। সবকটিতেই হাড্ডাহাড্ডি লড়াই চলেছে। কোনও ম্যাচই একতরফা ছিল না।" আইপিএলের জনপ্রিয়তা বোঝা যাচ্ছে অন্যান্য অনুষ্ঠানের জিআরপির খামতি থেকেও। রিপোর্ট বলছে হিন্দি বিনোদন চ্যানেলগুলিতে এই সপ্তাহে ১০০ জিআরপির খামতি হয়েছে।
তবে জনপ্রিয়তা বাড়লেও কিছুটা কমেছে ম্যাচের রেটিং পয়েন্ট। রিপোর্ট অনুযায়ী প্রথম ম্যাচের(কেকেআর বনাম দিল্লি ডেয়ারডেভিলস) সারা ভারতে টেলিভিশন রেটিং পয়েন্ট ছিল ৪.১। হিন্দিভাষী মার্কেটে রেটিং পয়েন্ট ছিল ৪.৫। গতবছর প্রথম ম্যচের (মুম্বই ইন্ডিয়ানস বনাম চেন্নাই সুপারকিংস) সারা ভারতে রেটিং পয়েন্ট ছিল ৫.৫ ও হিন্দিভাষী মার্কেটে ছিল ৫.৯। অন্যদিকে এবছর প্রথম পাঁচটি ম্যাচের গড় টেলিভিশন রেটিং পয়েন্ট হিসেব করলে দাঁড়ায় ৩.৮। যা গতবছর ছিল ৩.৯। হিন্দিভাষী মার্কেটেও গড় ৪.১ থেকে কমে হয়েছে ৪।
কেমন বিজ্ঞাপন পাচ্ছে আইপিএল সিক্স? এই প্রশ্নের উত্তরে খেমকা জানালেন, "প্রচুর বিজ্ঞাপনী সংস্থা আইপিএলে টাকা ঢালছে এবং তাঁরা প্রথম সপ্তাহের রিপোর্টে তারা খুশি।" গত ২ এপ্রিল শুরু হয়েছে আইপিএল সিক্স। চলবে ২৬ মে পর্যন্ত।