গার্ডেনরিচের ঘটনায় গ্রেফতার ২

গার্ডেনরিচে নির্মীয়মান বহুতলে বিস্ফোরণের ঘটনায় সোমবার আরও একজনকে গ্রেফতার করল পুলিস। এর আগে রবিবার রাতেই একজনকে গ্রেফতার করে পুলিস। এই নিয়ে এই ঘটনায় এই পর্যন্ত ২ জন গ্রেফতার হল।

Updated By: Apr 9, 2012, 04:33 PM IST

গার্ডেনরিচে নির্মীয়মান বহুতলে বিস্ফোরণের ঘটনায় সোমবার আরও একজনকে গ্রেফতার করল পুলিস। এর আগে রবিবার রাতেই একজনকে গ্রেফতার করে পুলিস। এই নিয়ে এই ঘটনায় এই পর্যন্ত ২ জন গ্রেফতার হল।
রবিবার রাতে একটি নির্মীয়মান বহুতলে বোমা ফেটে মৃত্যু হয় দুজনের। আহত হন কমপক্ষে ১৩ জন। রাত সাড়ে ৮টা নাগাদ মসজিদ বাড়ি লেনের নির্মীয়মান বহুতলটিতে হঠাতই ফাটে বোমা। জানা গিয়েছে ওই নির্মীয়মান বাড়িটিতে একটি এমব্রয়ডারির কারখানা ছিল। ওই কারখানাতেই ঘটে বিস্ফোরণ। ওখানে বোমা মজুত রাখা ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। যখন বিস্ফোরণ ঘটে, তখন এমব্রয়ডারি কারখানায় কাজ করছিলেন বেশ কয়েকজন শ্রমিক। বিস্ফোরণের পরই আহতদের স্থানীয় দুটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। পরে গুরুতর আহতদের এসএসকেমে নিয়ে যাওয়া হয়। পথেই মৃত্যু হয় রাজিয়া খাতুন এবং মহম্মদ জাভেদের। বিস্ফোরণের পরই এলাকা ঘিরে ফেলেছে বিশাল পুলিসবাহিনী। জানা গিয়েছে নির্মীয়মান বহুতলটি স্থানীয় এক তৃণমূল নেতার আত্মীয়ের। আশঙ্কা করা হচ্ছে, নির্মীয়মান বহুতলটিতে বেশ কয়েকটি বোমা মজুত করা ছিল।

.