তথ্য বদালোয় বিভ্রান্তি ছড়াল ২১ জুলাইয়ের কমিশনে
চরম বিভ্রান্তি তৈরি হল ১৯৯৩ সালের ২১ জুলাইয়ের গুলি চালনার ঘটনায়। সেই সময়ের পুলিস কমিশনার এবং আরেক ডিসি-র দেওয়া বয়ানের পুরো উল্টো তথ্যই দিলেন আরেক ডিসি। মঙ্গলবার ওই ঘটনার তদন্তে গঠিত কমিশনে সাক্ষ্য দিতে এসে চাঞ্চল্যকর মন্তব্য করেন সেই সময়কার ডিসি মুকুল সেনগুপ্ত।
চরম বিভ্রান্তি তৈরি হল ১৯৯৩ সালের ২১ জুলাইয়ের গুলি চালনার ঘটনায়। সেই সময়ের পুলিস কমিশনার এবং আরেক ডিসি-র দেওয়া বয়ানের পুরো উল্টো তথ্যই দিলেন আরেক ডিসি। মঙ্গলবার ওই ঘটনার তদন্তে গঠিত কমিশনে সাক্ষ্য দিতে এসে চাঞ্চল্যকর মন্তব্য করেন সেই সময়কার ডিসি মুকুল সেনগুপ্ত।
একুশে জুলাইয়ের ঘটনার তদন্তে গঠিত কমিশনে ইতিমধ্যে সাক্ষ্য দিয়েছেন সেই সময়কার পুলিস কমিশনার তুষার তালুকদার এবং ডিসি সিদ্ধার্থ রায়। কমিশনারের তরফে বেশকিছু কাগজপত্রও জমা দেওয়া হয়। সেই তথ্য ও সিদ্ধার্থ রায়ের বয়ান অনুসারে সেদিন এক জায়গায় গুলি চালনার নির্দেশ দিয়েছিলেন সেই সময়কার ৩ নম্বর ব্যাটেলিয়নের ডিসি মুকুল সেনগুপ্ত। যদিও মুকুলবাবু এই অভিযোগ অস্বীকার করেছেন।
বিভিন্ন পদাধিকারীর তরফে কমিশনকে জানানো হয়েছিল, ওই ঘটনার একটি এক্সিকিউটিভ তদন্ত হয়। কিন্তু মুকুলবাবুর বক্তব্য, তেমন কোনও ঘটনার কথা তাঁর জানা নেই। স্বাভাবিকভাবেই শীর্ষ পুলিসকর্তাদের সাক্ষ্যে চরম বিভ্রান্তি তৈরি হয়েছে।