২১ শে জুলাইয়ের ১৩ জন শহিদ

সালটা ছিল ১৯৯৩। দিনটি ছিল আজকেরই দিন, ২১ জুলাই। ভিক্টোরিয়া হাউসের সামনে প্রতিবাদ কর্মসূচি নিয়েছিল তৎকালীন প্রদেশ কংগ্রেস। তখনও তৃণমূল কংগ্রেস তৈরি হয়নি। প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সেই সময়ের যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন মহাকরণ অভিযান কর্মসূচীতে সামিল ছিলেন বর্তমান তৃণমূল সাংসদ সৌগত রায়ও। সেই দিনে ওই কর্মসূচীতে পুলিসের গুলিতে শহিদ হয়েছিলেন ১৩ জন কংগ্রেস কর্মী। এরপর থেকেই প্রতিদিন ১৩ জন শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জনসভা করে তৃণমূল কংগ্রেস। যদিও ভোট লুঠের প্রতিবাদে এই সভা হওয়ার কথা ছিল ১৪ জুলাই। কিন্তু সেবছর ১২ জুলাই প্রাক্তন রাজ্যপাল নুরুল হাসানের মৃত্যুর জন্য কর্মসূচী নেওয়া হয় ২১ জুলাই। সেই থেকে এই দিনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই সভা আয়োজিত হয়ে আসছে। দুই দশকেরও বেশি সময়, ২৩ বছর ধরে ২১ শে জুলাই শহিদ দিবস পালন করা হয়।  

Updated By: Jul 21, 2016, 03:09 PM IST
২১ শে জুলাইয়ের ১৩ জন শহিদ
শহিদ পরিবারের সদস্যা

ওয়েব ডেস্ক: সালটা ছিল ১৯৯৩। দিনটি ছিল আজকেরই দিন, ২১ জুলাই। ভিক্টোরিয়া হাউসের সামনে প্রতিবাদ কর্মসূচি নিয়েছিল তৎকালীন প্রদেশ কংগ্রেস। তখনও তৃণমূল কংগ্রেস তৈরি হয়নি। প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সেই সময়ের যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন মহাকরণ অভিযান কর্মসূচীতে সামিল ছিলেন বর্তমান তৃণমূল সাংসদ সৌগত রায়ও। সেই দিনে ওই কর্মসূচীতে পুলিসের গুলিতে শহিদ হয়েছিলেন ১৩ জন কংগ্রেস কর্মী। এরপর থেকেই প্রতিদিন ১৩ জন শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জনসভা করে তৃণমূল কংগ্রেস। যদিও ভোট লুঠের প্রতিবাদে এই সভা হওয়ার কথা ছিল ১৪ জুলাই। কিন্তু সেবছর ১২ জুলাই প্রাক্তন রাজ্যপাল নুরুল হাসানের মৃত্যুর জন্য কর্মসূচী নেওয়া হয় ২১ জুলাই। সেই থেকে এই দিনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই সভা আয়োজিত হয়ে আসছে। দুই দশকেরও বেশি সময়, ২৩ বছর ধরে ২১ শে জুলাই শহিদ দিবস পালন করা হয়।  

এক নজরে ১৩ জন শহিদ- 
১ বন্দনা দাস
২ মুরারী চক্রবর্তী
৩ রতন মণ্ডল 
৪ কল্যান ব্যানার্জি
৫ বিশ্বনাথ রায়
৬ অসীম দাস
৭ কেশব বৈরাগী
৮ শ্রীকান্ত শর্মা
৯ দিলিপ দাস
১০ রঞ্জিত দাস 
১১ প্রদীপ দাস
১২ মহম্মদ খালেক 
১৩ ইনু 

 

.