১২ ঘণ্টা পর চেতলাকাণ্ডে আটক দু-পক্ষের ৪, জামিন অযোগ্য ধারায় মামলা

১২ ঘণ্টা পর চেতলাকাণ্ডে আটক ৪, জামিন অযোগ্য ধারায় মামলা

Updated By: Apr 9, 2021, 12:23 PM IST
১২ ঘণ্টা পর চেতলাকাণ্ডে আটক দু-পক্ষের ৪, জামিন অযোগ্য ধারায় মামলা
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: ১২ ঘণ্টা পর চেতলাকাণ্ডে তৃণমূল এবং বিজেপি দু-পক্ষেরও ৪ জনকে গ্রেফতার করল পুলিস। জানা গিয়েছে তাঁদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। গতকাল রাজনৈতিক সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় চেতলা। রাখালদাস আঢ্য রোড ও চেতলা সেন্ট্রাল রোডের সংযোগস্থলে ধুন্ধুমার বাঁধে। গতকাল রাতে সেই খবর করতে গিয়ে জি চব্বিশ ঘণ্টার সাংবাদিকের ওপর হামলা হয়। চিত্র সাংবাদিককেও বেধড়ক মারধর করে স্থানীয় এক তৃণমূল কর্মী।

আরও পড়ুন: WB Assembly Election 2021: Central Force নিয়ে মন্তব্যের জের, জবাব চেয়ে Mamata-কে কড়া নোটিস কমিশনের

২৪ ঘণ্টার ক্যামেরাও ছিনতাই করে নেওয়া হয়। কেড়ে নেওয়া হয়েছে চিপও। পরে চাপের মুখে পড়ে ভাঙা ক্যামেরা ফেরত দেয় অভিযুক্তরা। যদিও এখনও চিপ ফেরত দেওয়া হয়নি। অন্যান্য সংবাদমাধ্যমের সাংবাদিকদেরও মারধর করা হয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, অভিযুক্ত ওই যুবক চেতলা ৮২ নম্বর ওয়ার্ডের যুব প্রেসিডেন্ট পিটার মুখোপাধ্যায়। ওর ছেলেরাই হামলা চালিয়েছে বলে অভিযোগ। সেই পিটার মুখোপাধ্যায়-সহ ৪জনকেই গআটক করা হয়েছে। 

.