যাদবপুর গণধর্ষণ কাণ্ডে ধৃত ৫
পূর্ব যাদবপুরে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত পাঁচজনকেই গ্রেফতার করল পুলিস। সন্ধেয় গ্রেফতার করা হয় সন্টু হালদার, রাজেশ হালদার এবং প্রীতম নস্করকে। ইতিমধ্যেই গ্রেফতার হওয়া সুরজিত্ দাসকে বাইশ মার্চ পর্যন্ত পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ধৃত নাবালক সুজয় ডাকুয়াকে বয়সের প্রমাণ না হওয়া পর্যন্ত হোমে রাখা হবে। রবিবার রাতে পুজো দিতে যাওয়ার পথে এক কিশোরীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার করা হয় ওই পাঁচজনকে।
পূর্ব যাদবপুরে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত পাঁচজনকেই গ্রেফতার করল পুলিস। সন্ধেয় গ্রেফতার করা হয় সন্টু হালদার, রাজেশ হালদার এবং প্রীতম নস্করকে। ইতিমধ্যেই গ্রেফতার হওয়া সুরজিত্ দাসকে বাইশ মার্চ পর্যন্ত পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ধৃত নাবালক সুজয় ডাকুয়াকে বয়সের প্রমাণ না হওয়া পর্যন্ত হোমে রাখা হবে। রবিবার রাতে পুজো দিতে যাওয়ার পথে এক কিশোরীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার করা হয় ওই পাঁচজনকে।
এর আগে পূর্ব যাদবপুর থানা এলাকায় ধর্ষণের ঘটনার থানায় অভিযোগ জানাতে গেলে পুলিস তা নিতে অস্বীকার করে বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদে পূর্ব যাদবপুর থানায় আজ বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। বেশ কিছুক্ষণ পরে অভিযোগ নেয় পুলিস।
রাজনৈতিক রং না দেখে অবিলম্বে দোষীদের গ্রেফতার করা উচিত বলে জানিয়েছেন কান্তি গাঙ্গুলি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার না করা হলে থানা ঘেরাও করা বলে হুমকি দিয়েছেন তিনি।