Fraud: সহজে ঋণ? চিনা অ্যাপে প্রতারণার ফাঁদ, কলকাতায় গ্রেফতার ৫
গুগলকে প্লে স্টোর থেকে দেড়শোরও বেশি অ্যাপ সরানোর অনুরোধ করল কলকাতা পুলিস।
পিয়ালী মিত্র: চিনা অ্য়াপে প্রতারণার ফাঁদ! কলকাতায় সহজে ঋণ পেতে গিয়ে বিপদে পড়েছেন অনেকেই। ৫ জনকে গ্রেফতার করেছে পুলিস। মোবাইলের প্লে স্টোর থেকে দেড়শোটিরও বেশি অ্যাপ সরিয়ে নেওয়ার অনুরোধ করা হয়েছে গুগলকে।
ব্যাঙ্কে যাওয়ার দরকার নেই। চাইলে ঘরে বসেও ঋণ পাওয়া যায়। কীভাবে? মোবাইল অ্যাপের মাধ্যমে। সেই প্রলোভনে যাঁরা পা দিয়েছেন, তাঁরাই প্রতারণার শিকার হয়েছে। এখনও পর্যন্ত ৭টি অভিযোগ জমা পড়়েছে লালবাজারে। পুলিসের জালে ৫।
আরও পড়ুন: Kolkata Sextortion: ফেসবুকে আলাপ, অজ্ঞাতকে গোপন ছবি পাঠিয়ে ফাঁপড়ে সুপ্রিম কোর্টের আইনজীবী
কীভাবে চলছে এই প্রতারণা চক্র? নেপথ্য়ে কারা? পুলিস সূত্রে খবর, ঋণ নেওয়ার জন্য যখন মোবাইলে অ্যাপ ইন্সল করা হচ্ছে, তখন ফোনে সেভ করে রাখা নম্বরগুলি চলে যাচ্ছে হ্যাকারদের কাছে। তারপর সেই নম্বরগুলিকে হাতিয়ার করে সংশ্লিষ্ট ব্যক্তির কাছে টাকা চাওয়া হচ্ছে। না দিলেই পরিচিতদের কাছে পাঠানো হচ্ছে অশ্লীল মেসেজ! সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কলকাতা।
আরও পড়ুন: Kolkata Sky: ঘোর আষাঢ়ে কলকাতার আকাশ হঠাৎ HD কেন?