বালিগঞ্জে অজানা জ্বরে মৃত্যু ৭ বছরের শিশুর

খাস কলকাতায় ফের অজানা জ্বরে মৃত্যু। এবার বালিগঞ্জ। বেশ কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিল বালিগঞ্জ স্টেশন রোডের বাসিন্দা রাই সাহা। কসবার একটি স্কুলে ক্লাস টুয়ের ছাত্রী রাইয়ের জ্বর বাড়ে পরশু। প্রবল জ্বর নিয়ে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় রাইকে।

Updated By: Aug 10, 2016, 09:25 AM IST
বালিগঞ্জে অজানা জ্বরে মৃত্যু ৭ বছরের শিশুর

ওয়েব ডেস্ক: খাস কলকাতায় ফের অজানা জ্বরে মৃত্যু। এবার বালিগঞ্জ। বেশ কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিল বালিগঞ্জ স্টেশন রোডের বাসিন্দা রাই সাহা। কসবার একটি স্কুলে ক্লাস টুয়ের ছাত্রী রাইয়ের জ্বর বাড়ে পরশু। প্রবল জ্বর নিয়ে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় রাইকে।

গতকাল রাতে মৃত্যু হয় সাত বছরের শিশুটির। শহর কলকাতায় যে হারে ডেঙ্গি ছড়াচ্ছে এবং একের পর এক ডেঙ্গিমৃত্যুর ঘটনা ঘটছে, তাতে রাইয়ের মৃত্যুও ডেঙ্গিতে হয়েছে বলে আশঙ্কা করছেন অনেকেই। তবে রাইয়ের ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ করেননি চিকিত্সকরা। প্রবল জ্বরের কারণেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিত্সকরা।

.