ওলা তো চড়ছেন, সরকারী এই নির্দেশনামাগুলো মানা হচ্ছে কি না খেয়াল করেছেন

দুদিন দুবার। শহরে ফের ওলা চালকের দৌরাত্ম্যের শিকার যাত্রীরা। কীভাবে ঠেকানো যাবে দৌরাত্ম্য? সরকারি নির্দেশনামাই বা কী বলছে? রাস্তায় দাঁড়ালে প্রতি দশটি গাড়ির মধ্যে দুটি স্মার্ট ক্যাব। শহরের পরিবহণে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে এই পরিষেবা। যাত্রীদের সাধ ও সাধ্যির মেলবন্ধন ঘটিয়ে মুস্কিল আসান ওলা-উবের।

Updated By: Aug 9, 2016, 04:55 PM IST
ওলা তো চড়ছেন, সরকারী এই নির্দেশনামাগুলো মানা হচ্ছে কি না খেয়াল করেছেন

ওয়েব ডেস্ক: দুদিন দুবার। শহরে ফের ওলা চালকের দৌরাত্ম্যের শিকার যাত্রীরা। কীভাবে ঠেকানো যাবে দৌরাত্ম্য? সরকারি নির্দেশনামাই বা কী বলছে? রাস্তায় দাঁড়ালে প্রতি দশটি গাড়ির মধ্যে দুটি স্মার্ট ক্যাব। শহরের পরিবহণে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে এই পরিষেবা। যাত্রীদের সাধ ও সাধ্যির মেলবন্ধন ঘটিয়ে মুস্কিল আসান ওলা-উবের।

আরও পড়ুন- নতুন পরিষেবা, ওলা রেন্টাল এবং ওলা সিলেক্ট

কতটা নিরাপদ?

কিন্তু,গোড়াতেই গলদ। পরিষেবা নয়, চালকদের দুর্ব্যবহারের জন্য নিত্যদিন শিরোনামে স্মার্ট-ক্যাব পরিষেবা।

ওলা "দৌরাত্ম্য'
রবিবার ভোর রাতে দরগা রোডে ওলা ক্যাব ধাক্কা মারে ফ্যাশন ডিজাইনার রিমি শীলের গাড়িতে। অভিযোগ এর পরেই ওলাচালক চড়াও হন রিমি শীলের ওপর।

সোমবার রাতে ওলা চালকের হাতে বেধড়ক মার খান সুপ্রিয় নস্কর। কিন্তু, কেমন এমন হাল? আসলে ওলা-উবেরের অন লাইন পরিষেবায় রাজ্য সরকারের সেভাবে নিয়ন্ত্রণ নেই বললেই চলে। তবুও একের পর এক অভিযোগের পর কিছুটা উদ্যোগী হয় পরিবহণ দফতর।  যাত্রী নিরাপত্তার স্বার্থে বেঁধে দেওয়া হয় বেশকিছু নিয়মকানুন।

আরও পড়ুন- ওলা, উবেরের ভাড়া মেটানোর নয়া পদ্ধতি!

সরকারি নির্দেশনামা
-------------
ওলা-উবের ক্যাবে গাড়ির মধ্যেই লাগাতে হবে সিসিটিভি

ক্যাবের মধ্যে থাকবে প্যানিক বাটন, বিপদে পড়লে সেই বাটন প্রেস করবেন যাত্রী

যাতে বাটনের শব্দে বাকিরা সাহায্যের জন্য এগিয়ে আসতে পারেন

সরকারি নির্দেশনামা রয়েছে। কিন্তু, এখনও তা কার্যকর করেনি ওলা-উবেরের মতো সংস্থা। ফলে অনেক সময়ই নজর এড়িয়ে যাচ্ছে চালকদের দৌরাত্ম্য। দুদিনের মধ্যে পর পর দুটি ঘটনায় অস্বস্তিতে পড়ে এবার আরও কড়া হতে চাইছে রাজ্য পরিবহণ দফতর ।

আরও কড়া রাজ্য

দরগা রোডে ফ্যাশন ডিজাইনার রিমি শীলের ওপর চড়াও হওয়ার ঘটনায় পুলিসের কাছে রিপোর্ট তলব করেছে পরিবহণ দফতর। ইতিমধ্যেই জমা পড়েছে রিপোর্ট। লেক গার্ডেন্সের ঘটনারও রিপোর্ট তলব করা হয়েছে। অন লাইন স্মার্ট ক্যাব পরিষেবা দেয় যেসব সংস্থা, সেগুলিকে  কড়া নজরদারির মধ্যে রাখছে রাজ্য পরিবহণ দফতর। সূত্রের খবর, দৌরাত্ম্য ঠেকাতে প্রয়োজনে গাড়ি ও সংস্থার রেজিস্ট্রেশন পর্যন্ত বাতিল করার কথা ভাবনা চিন্তা করছে পরিবহণ দফতর।

Tags:
.