পয়লা জানুয়ারি থেকে ভাড়া না বৃদ্ধির দাবি না মানলে বড়দিনের সপ্তাহে ৭২ ঘণ্টা ধর্মঘটের হুমকি বাস মালিকদের, আজ ধর্মতলার সভা থেকে হবে আনুষ্ঠানিক ঘোষণা
পয়লা জানুয়ারি থেকে ভাড়া না বাড়লে বড়দিনের সপ্তাহে ৭২ ঘণ্টার ধর্মঘট ডাকতে চলেছে বেসরকারি বাস ও মিনিবাস মালিকদের সবকটি সংগঠন। তারজন্য আজ বেলা ১টায় ধর্মতলার মেট্রো চ্যানেলে সমাবেশের ডাক দিয়েছে পাঁচটি বাস মালিক সংগঠন। যার মধ্যে রয়েছে জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট, বেঙ্গল বাস সিন্ডিকেট, মিনিবাস অপারেটর্স কো অর্ডিনেশন কমিটি, নর্থ বেঙ্গল প্যাসেনজার ট্রান্সপোর্ট কমিটি এবং অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় কমিটি।
পয়লা জানুয়ারি থেকে ভাড়া না বাড়লে বড়দিনের সপ্তাহে ৭২ ঘণ্টার ধর্মঘট ডাকতে চলেছে বেসরকারি বাস ও মিনিবাস মালিকদের সবকটি সংগঠন। তারজন্য আজ বেলা ১টায় ধর্মতলার মেট্রো চ্যানেলে সমাবেশের ডাক দিয়েছে পাঁচটি বাস মালিক সংগঠন। যার মধ্যে রয়েছে জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট, বেঙ্গল বাস সিন্ডিকেট, মিনিবাস অপারেটর্স কো অর্ডিনেশন কমিটি, নর্থ বেঙ্গল প্যাসেনজার ট্রান্সপোর্ট কমিটি এবং অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় কমিটি।
ডিজেল ও আনুসঙ্গিক জিনিসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জেরে বিগত এক বছরে বাস ও মিনিবাস মালিকরা ৪৮ বার পরিবহণমন্ত্রীকে চিঠি দিয়েছেন ভাড়া বাড়ানোর অনুরোধ জানিয়ে। সরাসরি কথা হয় ২২ বার। অথচ সরকার ভাড়া না বাড়ানোর সিদ্ধান্তে অনড়। এবার তাই সরকারের সঙ্গে চরম সংঘাতের বার্তা নিয়ে সম্মুখসমরে বাস মালিকরা।