নামেই ফেয়ার প্রাইস, বাজার দরের থেকেও বেশি দামে বিকোচ্ছে ওষুধ সরকারি হাসপাতালের ফেয়ার প্রাইস শপে

রাজ্যের সরকারি হাসপাতালগুলির ফেয়ার প্রাইস শপ থেকে বাজার দরের চেয়ে বেশি দামে বিকোচ্ছে ওষুধ। খাতা কলমের হিসেব অবশ্য বলছে, ওষুধ বিক্রি ন্যায্য মূল্যেই। অর্থাত্ বাজারের চেয়ে অনেকটাই সস্তা। কিন্তু ডায়াবেটিস থেকে শুরু করে ব্যথা কমানোর ওষুধ, এমন সাধারণ ওষুধও বেশ দামি ফেয়ার প্রাইস শপে।

Updated By: Dec 23, 2013, 10:32 AM IST

রাজ্যের সরকারি হাসপাতালগুলির ফেয়ার প্রাইস শপ থেকে বাজার দরের চেয়ে বেশি দামে বিকোচ্ছে ওষুধ। খাতা কলমের হিসেব অবশ্য বলছে, ওষুধ বিক্রি ন্যায্য মূল্যেই। অর্থাত্ বাজারের চেয়ে অনেকটাই সস্তা। কিন্তু ডায়াবেটিস থেকে শুরু করে ব্যথা কমানোর ওষুধ, এমন সাধারণ ওষুধও বেশ দামি ফেয়ার প্রাইস শপে।

গোটাটাই ঘটছে ঘুরপথে। ছাপানো দামকে বাড়িয়ে তার ওপর দেওয়া হচ্ছে মোটা অঙ্কের ছাড়। এই ছাড়ের পরিমাণ ৫০% থেকে ৬৬% শতাংশ। অথচ সাধারণ ওষুধের দোকানে এ সমস্ত ওষুধের দাম অনেকটাই কম।

শুধু ওষুধই নয়, চিকিত্সাজনিত সরঞ্জাম বিক্রিতেও রয়েছে দুর্নীতির অভিযোগ। বহু ফেয়ার প্রাইস শপে কাঁচা রসিদে দেওয়া হচ্ছে চিকিত্সা সরঞ্জাম। ফেয়ার প্রাইস শপ নিয়ে রোজ ভুরি ভুরি অভিযোগ জমা পড়ে বিভিন্ন সরকারি হাসপাতালের পুলিস ফাঁড়ি এবং হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। কিন্তু সে ভাবে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। রাজ্যের ৩৫টি ফেয়ার প্রাইস শপে প্রায় একই ছবি দেখা যাচ্ছে।

.