দিনে দুপুরে মেডিক্যাল কলেজ থেকে খোয়া গেল রোগীর সর্বস্ব

দিনের আলোয় প্রকাশ্যে হাসপাতাল থেকে লুঠ করা হল এক মহিলার টাকা, সোনার চুরি, আংটি। 

Updated By: Mar 23, 2019, 06:13 PM IST
দিনে দুপুরে মেডিক্যাল কলেজ থেকে খোয়া গেল রোগীর সর্বস্ব

নিজস্ব প্রতিবেদন: দিনের আলোয় প্রকাশ্যে হাসপাতাল থেকে লুঠ করা হল এক মহিলার টাকা, সোনার চুরি, আংটি। সূত্রের খবর, অন্যান্য দিনের মতোই এদিনও RIO-তে চোখ দেখাতে এবং অন্যান্য কিছু সমস্যা নিয়ে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য এসেছিলেন বারাসতের বাসিন্দা অসীমা কাবাসি (৪৫)। 

আরও পড়ুন: কলকাতায় অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত কয়েকশো শিশু

অসীমা জানান, রক্ত পরীক্ষার জন্য সেন্ট্রাল ল্যাবরেটরিতে যান তিনি। সেখানেই বসে অপেক্ষ করছিলেন। এক ব্যক্তি এসে তাঁর পাশে বসে এবং হঠাৎই একটি রুমাল বের করে মহিলার নাকে চেপে ধরতেই অজ্ঞান হয়ে যান তিনি। এরপর আর কিছু মনে নেই অসীমার। জ্ঞান ফিরলে দেখেন ওখানেই পড়ে রয়েছেন তিনি। চোখ ঝাপসা। আঙুলের আংটি, হাতের চুরি, বাগের সমস্ত টাকাও উধাও। 

বউবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন অসীমা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। পুলিশের তরফে জানানো হয়েছে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ওই ব্যক্তিকে চিহ্নিত করারও চেষ্টা চলছে। শিগগির ওই ব্যক্তিকে গ্রেফতার করা হবে। অন্যদিকে দিনে দুপুরে কীভাবে প্রকাশ্যে এমন ঘটনা ঘটে তাই নিয়েই উঠছে প্রশ্ন। হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থাকেও দুষছেন অনেকেই। 

.