Abhishek Banerjee: সুপ্রিম কোর্টে আবেদন অভিষেকের, চিঠি দিয়ে জানালেন CBI-কে

সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই সেই স্পেশাল লিভ পিটিশনের কথা চিঠি দিয়ে জানিয়ে দিলেন সিবিআইকে। সোমবার দ্রুত শুনানির আর্জি জানিয়েছেন তিনি।

Updated By: May 20, 2023, 11:52 AM IST
Abhishek Banerjee: সুপ্রিম কোর্টে আবেদন অভিষেকের, চিঠি দিয়ে জানালেন CBI-কে
ফাইল ছবি

প্রবীর চক্রবর্তী: সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার আগেই সেই স্পেশাল লিভ পিটিশনের কথা চিঠি দিয়ে জানিয়ে দিলেন সিবিআইকে (CBI)। কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করেই এই আবেদন। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি কাণ্ডে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জিজ্ঞাসাবাদ করতে পারবে, এই নির্দেশের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে যান অভিষেক। ২৪ ঘণ্টাও সময় না দিয়ে তাঁকে ডেকে পাঠানোয় চিঠিতে ক্ষোভও প্রকাশ করেছেন অভিষেক। 

আরও পড়ুন, Abhishek Banerjee: অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে দলগঠন CBI-এর, আঁটো সাঁটো নিরাপত্তা নিজাম প্যালেসে

সোমবার দ্রুত শুনানির আর্জি জানিয়েছেন তিনি। তবে তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাসও দেন অভিষেক। তারপরই নিজাম প্যালেসের উদ্দেশ্যে রওনা হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ঠিক বেলা ১১টা নাগাদ নিজাম প্যালেসে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গোটা নিজাম প্যালেসকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। 

নিয়োগ দুর্নীতির মামলায় এখন ইডি-র হেফাজতে কুন্তল ঘোষ। গত ৬ এপ্রিল ধৃতকে যখন আলিপুর আদালতে পেশ করা হয়, তখন বিচারক একটি চিঠি দেন কুন্তল। চিঠিতে তাঁর অভিযোগ, 'অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম বলানোর জন্য চাপ দিচ্ছেন তদন্তকারীরা'। সিবিআই ও ইডি-কে তদন্তের নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রয়োজনে অভিষেককে জিজ্ঞাসাবাদ নির্দেশে কথাও বলেন। এমনকী উচ্চ আদালতের বিচারপতি অমৃতা সিনহা রায় দেন যে নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারে। 

এরপর প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কুন্তলের চিঠি মামলায় দ্রুত শুনানির আর্জি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ আবেদন ফেরালেন প্রধান বিচারপতিও। দ্রুত শুনানি সম্ভব নয়। এদিকে শুক্রবার হাইকোর্টের নির্দেশের কিছুক্ষণের মধ্যেই অভিষেকের কাছে পৌঁছে যায় সিবিআইয়ের নোটিস। 

আরও পড়ুন, Abhishek Banerjee: নবজোয়ায় থামিয়ে কলকাতায় অভিষেক, শনিবার নিজাম প্য়ালেসে হাজিরা

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.