অভিষেক পালের পরিবারকে মহাকরণে ডাকলেন মুখ্যমন্ত্রী
অভিষেক পালের পরিবারকে আগামিকাল মহাকরণে ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে যান অভিষেক পালের পরিবার। সেখানে মুকুল রায় এবং সুব্রত বক্সি অভিষেকের পরিবারের সঙ্গে কথা বলেন।
অভিষেক পালের পরিবারকে আগামিকাল মহাকরণে ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে যান অভিষেক পালের পরিবার। সেখানে মুকুল রায় এবং সুব্রত বক্সি অভিষেকের পরিবারের সঙ্গে কথা বলেন। সে সময় টেলিফোনেও মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয় অভিযেকের পরিবারের। তখনই মুখ্যমন্ত্রী তাঁদের মহাকরণে এসে কথা বলার অনুরোধ করেন।
গত বুধবার ছিল কলকাতা পুলিসে চাকুরিপ্রার্থীদের ১,৬০০ মিটার দৌড় ও লংজাম্পের পরীক্ষা। এই পরীক্ষা দিতে এসেই ৪০ ডিগ্রি সেলসিয়াসে তাপপ্রবাহে অসুস্থ হয়ে পড়েন ইছাপুরের বাসিন্দা অভিষেক পাল। সংজ্ঞাহীন অবস্থায় তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করে দায় সেরেছিল কলকাতা পুলিস। ৭ ঘণ্টা একই অবস্থায় থাকার পর রাতে মৃত্যু হয় অভিষেকের। অভিষেকের পরিবার চায়নি তাঁর মৃতদেহের কাটাছেঁড়া করা হোক। কিন্তু ডাক্তার ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে সানস্ট্রোক লেখায় পোস্টমর্টেম জরুরি হয়ে পড়ে। সেই অবস্থায় ফের একবার দায় ঝেড়ে ফেলতে অভিষেকের পরিবারকে দিয়ে মুচলেকা লিখিয়ে নেয় পুলিস। এরপরই মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন অভিষেকের পরিবার।