১১ বছর পর চালু হচ্ছে কলকাতা-লন্ডন উড়ান পরিষেবা, মহালয়ার ভোরেই শহরে লন্ডনের বিমান

এয়ার ইন্ডিয়া সূত্রে খবর, বন্দে ভারত মিশনে বিমান পরিষেবা বন্ধ হয়ে গেলেও চালু থাকবে কলকাতা-লন্ডন উড়ান সার্ভিস।

Updated By: Sep 16, 2020, 10:54 PM IST
১১ বছর পর চালু হচ্ছে কলকাতা-লন্ডন উড়ান পরিষেবা, মহালয়ার ভোরেই শহরে লন্ডনের বিমান

নিজস্ব প্রতিবেদন: দীর্ঘ ১১ বছর পর চালু হচ্ছে কলকাতা-লন্ডন উড়ান পরিষেবা। বৃহস্পতিবার মহালয়ার ভোরের আলো ফোটার আগেই কলকাতা বিমানবন্দরে নামবে লন্ডন থেকে আসা বিমান। এদিন ভোরেই আবার যাত্রী নিয়ে কলকাতা থেকে রানীর দেশে পাড়ি দেবে এয়ার ইন্ডিয়ার এই বিমান। 

আরও পড়ুন:  'সরকারি স্বাস্থ্যবিধি মেনেই পুজো', রক্তদান শিবিরের আয়োজন ফোরাম অফ দুর্গাপুজোর

সূত্রের খবর, আপাতত সপ্তাহে দু-দিন চলবে কলকাতা-লন্ডন উড়ান। লন্ডন থেকে বুধবার এবং শনিবার কলকাতায় আসবে বিমান। বৃহস্পতিবার ও রবিবার তা উড়ে যাবে লন্ডনের উদ্দেশে। আপাতত ২৪ অক্টোবর পর্যন্ত বন্দে ভারত প্রকল্পে এই উড়ান চলার কথা হয়েছে। এয়ার ইন্ডিয়া সূত্রে খবর, বন্দে ভারত মিশনে বিমান পরিষেবা বন্ধ হয়ে গেলেও চালু থাকবে কলকাতা-লন্ডন উড়ান সার্ভিস।

.