রাজ্যে বিমান চলাচল বাড়াতে চায় সরকার
রাজ্যে বাড়ুক বিমান চলাচল। চাইছেন মুখ্যমন্ত্রী। তাই বিমান সংস্থাগুলিতে বিশেষ সুযোগ দেওয়ার কথা ঘোষণা করল রাজ্য সরকার। বিমান চলাচল বাড়াতে জ্বালানি খরচে কর ছাড়ের ঘোষণা করল রাজ্য। অতিরিক্ত বিমান চালানোর জন্য বাড়তি জ্বালানির খরচে পঞ্চাশ শতাংশ কর ছাড়ের সুবিধা মিলবে। বর্তমানে জ্বালানির জন্য বিমান সংস্থাগুলি রাজ্য সরকারকে তিরিশ শতাংশ কর দেয়। বাড়তি জ্বালানির জন্য এই কর কমে হবে পনের শতাংশ। আজ মহাকরণে এই ঘোষণা করেছে রাজ্য। দুর্গাপুর-কলকাতা হেলিকপ্টার পরিষেবা চালুর জন্য আজ রাজ্য সরকার মউ সই পর্বও সেরে ফেলল। অ্যারিট্রোপলিস ও পবন হংসের সঙ্গে এই মউ সই হয়েছে। সরকারি তরফে আসানসোল, হলদিয়া ও বাগডোগরাতেও হেলিকপ্টার পরিষেবা চালুর চেষ্টা চলছে ।
রাজ্যে বাড়ুক বিমান চলাচল। চাইছেন মুখ্যমন্ত্রী। তাই বিমান সংস্থাগুলিতে বিশেষ সুযোগ দেওয়ার কথা ঘোষণা করল রাজ্য সরকার। বিমান চলাচল বাড়াতে জ্বালানি খরচে কর ছাড়ের ঘোষণা করল রাজ্য। অতিরিক্ত বিমান চালানোর জন্য বাড়তি জ্বালানির খরচে পঞ্চাশ শতাংশ কর ছাড়ের সুবিধা মিলবে। বর্তমানে জ্বালানির জন্য বিমান সংস্থাগুলি রাজ্য সরকারকে তিরিশ শতাংশ কর দেয়। বাড়তি জ্বালানির জন্য এই কর কমে হবে পনের শতাংশ। আজ মহাকরণে এই ঘোষণা করেছে রাজ্য। দুর্গাপুর-কলকাতা হেলিকপ্টার পরিষেবা চালুর জন্য আজ রাজ্য সরকার মউ সই পর্বও সেরে ফেলল। অ্যারিট্রোপলিস ও পবন হংসের সঙ্গে এই মউ সই হয়েছে। সরকারি তরফে আসানসোল, হলদিয়া ও বাগডোগরাতেও হেলিকপ্টার পরিষেবা চালুর চেষ্টা চলছে ।