Amit Mitra: ভোটে না লড়লেও 'মন্ত্রীর মর্যাদা' দিলেন মমতা, জেনে নিন কোন দায়িত্বে অমিত
মঙ্গলবার নবান্নর তরফে এক বিজ্ঞপ্তি দিয়ে অমিত মিত্রকে উপদেষ্টা হিসেবে নিয়োগের কথা জানিয়ে দেওয়া হয়েছে
নিজস্ব প্রতিবেদন: মঙ্গলবার মন্ত্রিসভায় রদবদল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থ দফতরকে নিজের হাতে রাখলেও দফতরের প্রতিমন্ত্রী করা হল চন্দ্রিমা ভট্টাচার্যকে। পাশাপাশি, অর্থ দফতরের উপদেষ্টার পদে আনা হল অমিত মিত্রকে। চন্দ্রিমার হাতে থাকছে পুর ও নগরোন্নন দফতরও।
আরও পড়ুন-Alapan Banerjee: আলাপনকে হুমকি চিঠি, চিকিত্সক-সহ ৩ জনকে পুলিস হেফাজতের নির্দেশ আদালতের
এবার ভোটে দাঁড়াননি অমিত মিত্র। খড়দার এই প্রাক্তন বিধায়ককে তার পরও ছাড়তে নারাজ মমতা। তাঁকে মন্ত্রীর মর্যাদা দিয়ে রেখে দেওয়া হয়েছে। রাজ্যের একাধিক আর্থিক ইস্যুতে বহুবার কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন অমিত। তথ্য পরিসংখ্য়ান দিয়ে তিনি বারেবারেই কোণঠাসা করেছেন কেন্দ্র সরকারকে। পাশাপাশি রাজ্যের একাধিক বিষয় নিয়ে সরবও হয়েছেন তিনি।
মঙ্গলবার নবান্নর তরফে এক বিজ্ঞপ্তি দিয়ে অমিত মিত্রকে উপদেষ্টা হিসেবে নিয়োগের কথা জানিয়ে দেওয়া হয়েছে। ওই নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্যের অর্থ দফতরের প্রধান উপদেষ্টা হিসেবে অমিত মিত্রকে নিয়োগ করা হচ্ছে। তাঁর পদটি হবে মন্ত্রীর পদ মর্যাদার।
আরও পড়ুন- Sputnik V: টিকার ট্রায়ালে অংশ নেওয়া স্বেচ্ছাসেবকরাই পাননি সার্টিফিকেট, মামলা হাইকোর্টে
কী কী দায়িত্বে থাকবেন অমিত মিত্র?
বিজ্ঞাপ্তিতে জানান হয়েছে
** রাজ্যের আর্থিক বিষয়ে অর্থ দফতরের প্রধান উপদেষ্টা হচ্ছেন অমিত মিত্র। পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রীও উপদেষ্টা হিসেবে কাজ করবেন।
** রাজ্য সরকারের প্রয়োজন মতো রাজ্যের তরফে দেশে ও বিদেশের সব অনুষ্ঠানে প্রতিনিধিত্ব করতে পারবেন।
** রাজ্যের আর্থিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রস্তাব, নীতি, ফাইল বিচার বিশ্লেষণ করে মতামত দেবেন।
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)