Mamata To Police Super of Purba Medinipur: 'রাজ্যপাল ফোন করে? কাজ করতে ভয় পাচ্ছেন?' শুভেন্দুর জেলার পুলিস সুপারকে প্রশ্ন মমতার

কোনও রাজনৈতিক চাপের সামনে মাথা নত না করার পরামর্শ মুখ্যমন্ত্রীর।  

Updated By: Feb 3, 2022, 05:37 PM IST
Mamata To Police Super of Purba Medinipur: 'রাজ্যপাল ফোন করে? কাজ করতে ভয় পাচ্ছেন?' শুভেন্দুর জেলার পুলিস সুপারকে প্রশ্ন মমতার

নিজস্ব প্রতিবেদন: 'পূর্ব মেদিনীপুর জেলায় কি রাজনৈতিক চাপ রয়েছে?', 'রাজ্যপাল আপনাকে ফোন করেন না কি?' নেতাজি ইন্দোরের প্রশাসনিক বৈঠক থেকে পূর্ব মেদিনীপুরের পুলিস সুপারকে (Police Super of East Midnapur) প্রশ্ন মমতা বন্দ্য়োপাধ্যায়ের (CM Mamata Banerjee)। কোনও রাজনৈতিক চাপের সামনে মাথা নত না করে, তাঁকে কাজ করার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী।  

এদিন প্রশাসনিক বৈঠকের মাঝেই পূর্ব মেদিনীপুরের পুলিস সুপারকে (Police Super of East Midnapur) প্রশ্ন করেন মমতা বন্দ্য়োপাধ্যায় (CM Mamata Banerjee)। তিনি বলেন, "তোমার জেলা সম্পর্কে আমি কিছু অভিযোগ পাচ্ছি। পরিকল্পিত ভাবে কাউকে কাউকে সাজিয়ে দাঙ্গা লাগানোর চেষ্টা হচ্ছে। অনেক দিন তোমাদের বলেছে তোমরা কিছউ করনি। তারপর আমি ওখানে হস্তক্ষেপ করেছি।" এরপরই পুলিস সুপারকে মুখ্যমন্ত্রী প্রশ্ন করেন, "তোমার কি ওখানে কাজ করতে ভয় লাগছে? তোমাকে কি রাজ্যপাল ফোন করে? তোমার ওইসব দেখার দরকার নেই। তুমি রাজ্য সরকারের কাজ করছ। তুমি তোমার মতো কাজ করবে। তুমি খুব ভাল ভাবে কাজ করবে বলে, আমি তোমাকে ওখানে দিয়েছিলাম। কিন্তু আমি হলদিয়াতে অভিযোগ পেলাম। তাই দু'জনকে গ্রেফতার করাতে হল।" রাজনৈতিক চাপে কাজ করতে অসুবিধা হলে, সরাসরি সেটাও যেন তাঁকে জানানো হয়, সেই নির্দেশ দেন মমতা বন্দ্য়োপাধ্যায় (CM Mamata Banerjee)।  

পূর্ব মেদিনীপুর, যা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এবং অধিকারী পরিবারের গড় বলে পরিচিত। সেই জেলার পুলিস সুপারকে মুখ্যমন্ত্রীর এই নির্দেশ রাজনৈতিক ভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। মুখ্যমন্ত্রীর সমালোচনা করেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। তিনি জানান, এর থেকে প্রমাণিত হয় মুখ্যমন্ত্রী রাজ্যপাল এবং পুলিস সুপারদের ফোনে আড়ি পাতছেন। পুলিসকে তৃণমূল কংগ্রেসের জলদাসে পরিণত করেছেন মুখ্যমন্ত্রী। 'প্রশাসন যাতে সামনের ভোটে তৃণমূলের অবাধ লুটের অংশ হয় সেই ব্যবস্থা করলেন মুখ্যমন্ত্রী', কটাক্ষ বাম নেতা শমীক লাহিড়ির।

আরও পড়ুন: Mamata Banerjee On Durga Puja UNESCO Recognition: এবার দেখার মতো কার্নিভ্যাল! 'পুজোর ১ মাস আগে সবাইকে রাস্তায় নামাব', বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরও পড়ুন: Mamata Banerjee: গাফিলতি বরদাস্ত নয়! 'পয়সা দিলাম আর মেলা করলাম, চলবে না' আধিকারিকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.