Traffic Violation Fine: জরিমানা বাড়তেই কলকাতার রাস্তা থেকে উধাও ৭৫০ বাস

 বৃহস্পতিবার সমস্ত বেসরকারি গণ পরিবহণ কর্মীরা কালো ব্যাজ পরে পরিষেবা দেবেন

Updated By: Feb 2, 2022, 04:31 PM IST
Traffic Violation Fine: জরিমানা বাড়তেই কলকাতার রাস্তা থেকে উধাও ৭৫০ বাস
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: ধর্মঘট নাকি আতঙ্ক! আতঙ্ক নতুন জরিমানা আইনের। তাই বুধবার কলকাতা ও হাওড়া মিলিয়ে মোট চার হাজার বাস এবং মিনিবাসের মধ্যে গাড়ির চাবি নিলেন না সাড়ে সাতশো চালক। 

শহরে বুধবার বেসরকারি বাস এবং মিনিবাস কম চলছে। সাদা লাইন সামান্য ক্রস করলে ৫০০০ টাকা। বৈধ কাগজপত্র বা থাকলে ১০ হাজার। এই বিপুল পরিমাণ জরিমানার টাকা মালিকপক্ষ দিতে নারাজ। 

আরও পড়ুন: সব আঞ্চলিক দলকে একসঙ্গে লড়াইয়ের বার্তা দিয়ে কংগ্রেসকে নিশানা মমতার

বাস শিল্পে চরম মন্দার কারনেই এই সিদ্ধান্ত বাস মালিকদের। মন্দার উপরে জুড়ে বসেছে নতুন ট্রাফিক জরিমানা বিধি। বুধবার বিকেল ৩টেয় পার্ক সার্কাসে বাস, মিনিবাস, ট্যাক্সি, ওলা, উবের সহ সমস্ত বানিজ্যিক গণ পরিবহণের যৌথ ফোরাম বৈঠকে বসতে চলেছে। বৃহস্পতিবার সমস্ত বেসরকারি গণ পরিবহণ কর্মীরা কালো ব্যাজ পরে পরিষেবা দেবেন।

বাস মালিকদের দাবি এটা কোনও ধর্মঘট নয়। শুধুমাত্র জরিমানার ভয়েই বাস চালাতে চাইছেন না চালকরা। এই মুহূর্তে কলকাতা এবং হাওড়া মিলিয়ে প্রায় সাড়ে চার হাজার বাস চলে যা ছুটির দিনে কমে হয় প্রায় সাড়ে টিন হাজার। এর মধ্যে প্রায় ৭৫০ টি বাস বুধবার রাস্তায় নামেনি।  

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.