জিএসটি জট কাটাতে শহরে অরুণ জেটলি

জিএসটি জট কাটাতে এবার শহরে জেটলি। আজ বিভিন্ন রাজ্যের অর্থমন্ত্রীদের নিয়ে তৈরি এম্পাওয়ার্ড কমিটির বৈঠকে যোগ। দুদিনের বৈঠকে জিএসটি বিলের খসড়া নিয়ে বিস্তারিত আলোচনা কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে।  জুলাইতে সংসদে বাদল অধিবেশনেই জিএসটি বিল পাশ করাতে মরিয়া কেন্দ্র। টার্গেট ডিসেম্বরের মধ্যেই জিএসটি পরিষদের অনুমোদন আদায়। ফলে পশ্চিমবঙ্গ সহ সব রাজ্যের মতামত জানা একান্ত প্রয়োজন।

Updated By: Jun 14, 2016, 12:51 PM IST
জিএসটি জট কাটাতে শহরে অরুণ জেটলি

ওয়েব ডেস্ক: জিএসটি জট কাটাতে এবার শহরে জেটলি। আজ বিভিন্ন রাজ্যের অর্থমন্ত্রীদের নিয়ে তৈরি এম্পাওয়ার্ড কমিটির বৈঠকে যোগ। দুদিনের বৈঠকে জিএসটি বিলের খসড়া নিয়ে বিস্তারিত আলোচনা কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে।  জুলাইতে সংসদে বাদল অধিবেশনেই জিএসটি বিল পাশ করাতে মরিয়া কেন্দ্র। টার্গেট ডিসেম্বরের মধ্যেই জিএসটি পরিষদের অনুমোদন আদায়। ফলে পশ্চিমবঙ্গ সহ সব রাজ্যের মতামত জানা একান্ত প্রয়োজন।

ইতিমধ্যেই জিএসটি বিলে নিঃশর্ত সমর্থন জানিয়েছে তৃণমূল কংগ্রেস। এম্পাওয়ার্ড কমিটির চেয়ারম্যান রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। ফলে এই বৈঠকেই জিএসটি বিল নিয়ে বাকি রাজ্যগুলিকেও রাজি করানোর বিষয়ে আশাবাদী জেটলি। বিলের প্রস্তাব পর্ব থেকেই অবশ্য বেঁকে বসেছে কংগ্রেস। সেক্ষেত্রে বিলপাসে বাকি রাজ্যগুলির কতটা সমর্থন জেটলি জোটাতে পারেন, সেটাই এখন দেখার।

.