এবার ধৃত কাউন্সিলর অনন্ত রায়ের বাড়িতেই হামলার অভিযোগ!

এবার ধৃত কাউন্সিলর অনন্ত রায়ের বাড়িতেই হামলার অভিযোগ। পরিবারের দাবি গতকাল বাড়িতে রাতে বাড়িতে ঢুকে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। ঘটনার পরেই তড়িঘড়ি পুলিসে অভিযোগ দায়ের করেছেন কাউন্সিলরের ছেলে। সালিশি সভায় এক ব্যবয়াসীকে আত্মহত্যার প্ররোচনার দেওয়া অভিযোগে বুধবার গ্রেফতার হন এলাকার কাউন্সিলর অনন্ত রায়।

Updated By: Jul 22, 2016, 10:41 AM IST
এবার ধৃত কাউন্সিলর অনন্ত রায়ের বাড়িতেই হামলার অভিযোগ!

ওয়েব ডেস্ক: এবার ধৃত কাউন্সিলর অনন্ত রায়ের বাড়িতেই হামলার অভিযোগ। পরিবারের দাবি গতকাল বাড়িতে রাতে বাড়িতে ঢুকে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। ঘটনার পরেই তড়িঘড়ি পুলিসে অভিযোগ দায়ের করেছেন কাউন্সিলরের ছেলে। সালিশি সভায় এক ব্যবয়াসীকে আত্মহত্যার প্ররোচনার দেওয়া অভিযোগে বুধবার গ্রেফতার হন এলাকার কাউন্সিলর অনন্ত রায়।

আরও পড়ুন রাতের কলকাতায় ফের দুর্ঘটনা, স্ট্র্যান্ড রোডে নিয়ন্ত্রণ হারাল মাল বোঝাই লরি!

৩২ নং ওয়ার্ডের বাসিন্দা বিশ্বজিত্‍ রায়ের কাছে পাওনা টাকা আদায়ের চাপ দেওয়ার অভিযোগ ওঠে অনন্ত রায়ের বিরুদ্ধে। এরপরই আত্মঘাতী হন বিশ্বজিত্‍। সুইসাইড নোটে অনন্তের নাম উল্লেখ করে যান তিনি। এরপর ঘটনা মোড় নেয় এদিকে। পুলিস সব খতিয়ে দেখছে।

আরও পড়ুন  তোলাবাজদের হুমকিতে ৮ মাস ধরে বাবলাতলার বাড়িতে ঢুকতে পারছেন না অনুপ শর্মা

.