Dilip-কে বর্ণপরিচয় উপহার দেব, নতুন দলে গিয়ে 'ইচ্ছাপ্রকাশ' Babul-র
দিলীপের 'রাজনৈতিক পর্যটক' কটাক্ষের জবাব দিয়েছেন বাবুল (Babul Supriyo)।
নিজস্ব প্রতিবেদন: দিলীপ ঘোষকে (Dilip Ghosh) বিদ্যাসাগরের বর্ণপরিচয় উপহার দেব। তৃণমূলে গিয়ে সদ্য প্রাক্তন দলের রাজ্য সভাপতিকে এভাবেই কটাক্ষ করলেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। এ দিনই তাঁকে 'রাজনৈতিক পর্যটক' বলে আক্রমণ করেছেন দিলীপ (Dilip Ghosh)।
বাবুলের দলত্যাগ নিয়ে রবিবার দিলীপ (Dilip Ghosh) বলেছেন, 'উনি তারকা। দলের হননি কখনও। রাজনৈতিক ব্যক্তিত্ব নন। আবেগ দিয়ে রাজনীতি করেন।' এর আগেও নানা সময়ে বাবুলকে খোঁচা দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। দিলীপের শব্দচয়ন নিয়েও একাধিক বিতর্ক হয়েছে বঙ্গ রাজনীতিতে। বিজেপিতে দিলীপ-বাবুল 'মধুর' সম্পর্ক সুবিদিত।বাবুলের রাজনীতি-ত্যাগ নিয়ে তিনি বলেছিলেন,'মাসির গোঁফ হলে মেসো না মাসি বলব, আগে গোঁফ তো বেরোক।' সে দিকে ইঙ্গিত করে এ দিন বাবুল (Babul) বলেন,'ইংরেজিতে রয়েছে থারুরের ইংলিশ। পশ্চিমবঙ্গে আবার দিলীপদার বাংলা। ওঁকে বিদ্যাসাগরের বর্ণপরিচয় উপহার দেব। যাতে বাংলা ভাষাতেই উনি কথা বলেন, বাংলা ভাষাকে কলঙ্কিত বা কলুষিত না করেন। উনি কটাক্ষ করেছেন। আমি ওঁর বক্তব্য পড়িনি।'
দিলীপের রাজনৈতিক পর্যটক কটাক্ষে বাবুলের জবাব,'কিছু পর্যটক ঘুরতে গিয়ে ক্যামেরার ছিদ্র দিয়ে পুরো দেশের ছবি তোলার চেষ্টা করে। বাড়ি ফিরে এসে দেখে একটাও ছবি ওঠেনি। আমি যখন যে দেশে যাই ক্যামেরায় ছবি তুলি না। আমি মন দিয়ে দেখি। মনের আয়নায় রাখি ছবি। পর্যটক নানা ধরনের হতে পারে।'
এ দিন সায়ন্তন বসুকে পাল্টা দিয়েছেন বাবুল। বলেন,'আগে নিজের আসন জিতে দেখাতে বলুন। তৃণমূলস্তরের কর্মীদের সঙ্গে যোগ রয়েছে আমার। সিপিএমের পার্টি অফিসে গিয়ে ক্যারাম খেলে এসেছি। সায়ন্তন কলকাতায় থাকে। আসানসোলে যায় না। কটূ কথা বলবে এটা স্বাভাবিকই।'
শুভেন্দু অধিকারীকে নিয়ে খুব বেশি আক্রমণাত্মক হননি প্রাক্তন কেন্দ্রীয়। বরং দু'জনের জন্ম সাল ও জন্ম তারিখ যে একই তা স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি বলেন,'শুভেন্দু অধিকারী আমার বিরুদ্ধে বলবে এটা ওঁর অধিকার। ও তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছেন। আমিও বিজেপি থেকে তৃণমূলে এসেছি। মূল ব্যাপার যেখানে গেলাম সেখানে সেরাটা দিলাম কিনা।'
আরও পড়ুন- Babul: মোহনবাগানের জুনিয়র টিমে খেলার চেয়ে ছোট দলে খেলব, মমতাদিদিকে ধন্যবাদ
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)