রবিনসনস্ট্রিট কাণ্ডের ছায়া! বাগবাজারে বৃদ্ধের পচাগলা দেহ আগলে স্ত্রী-মেয়ে

 ওই ব্যক্তির বাড়ি থেকে তীব্র পচা গন্ধ বেরোতে শুরু করার পরই শ্যামপুকুর থানায় খবর দেন প্রতিবেশীরা।

Updated By: Jul 14, 2021, 12:35 PM IST
রবিনসনস্ট্রিট কাণ্ডের ছায়া! বাগবাজারে বৃদ্ধের পচাগলা দেহ আগলে স্ত্রী-মেয়ে

নিজস্ব প্রতিবেদন: কলকাতায় ফের রবিনসন কাণ্ডের ছায়া। বাগবাজারে বৃদ্ধের পচাগলা দেহ আগলে বসে স্ত্রী এবং মেয়ে। মৃতের নাম দ্বিগ্বিজয় বসু। স্থানীয় সূত্রে খবর, মেয়ে ও স্ত্রীকে বাগবাজারের বাড়িতে থাকতেন ৭০ বছরের বৃদ্ধ। কিন্তু বিগত কিছুদিন ধরেই তাদের দেখা যাচ্ছিল না। 

মঙ্গলবার রাতে ওই ব্যক্তির বাড়ি থেকে তীব্র পচা গন্ধ বেরোতে শুরু করার পরই শ্যামপুকুর থানায় খবর দেন প্রতিবেশীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। তারপরেই উদ্ধার হয় বৃদ্ধের পচাগলা দেহ। বেশকিছুদিন আগেই ওই বৃদ্ধ মারা গিয়েছেন বলে পুলিসের অনুমান। 

আরও পড়ুন, Adhir-র বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, প্রদেশ কংগ্রেসের পদ থেকে ইস্তফা সোমেন-পুত্রের

স্ত্রী এবং মেয়ের মানসিক অবস্থা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশের অনুমান অসুস্থতার কারণেই মৃত্যু হয়েছে বৃদ্ধের। তবে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। যদিও  স্ত্রীর দাবি 'স্বামী জীবিত'। মেয়ের মানিসক অবস্থাও ঠিক নয় বলে প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান। 

স্ত্রী ও মেয়েকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের পর চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এই পুরো ঘটনা আরও একবার মনে করিয়ে দিয়েছে রবিনসন কাণ্ড। 

 

.