Baguihati Student Murder: মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশের পরই বাগুইআটির নিহত ছাত্রের বাড়িতে সিআইডি-বিধাননগরের সিপি

এদিন নবান্নে প্রশাসনিক বৈঠকে বাগুইআটি কাণ্ডের তদন্তে পুলিসের গড়মসি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, বাগুইআটি কাণ্ডের তদন্তে পুলিস অবহেলা করেছে বলে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী

Updated By: Sep 7, 2022, 07:21 PM IST
Baguihati Student Murder: মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশের পরই বাগুইআটির নিহত ছাত্রের বাড়িতে সিআইডি-বিধাননগরের সিপি

দেবারতি ঘোষ: বাগুইআটির দুই ছাত্রের অপহরণ ও মৃত্যুর ঘটনায় প্রশাসনিক বৈঠকে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠকের পরই সরিয়ে দেওয়া হয়েছে বাগুইআটি থানার আইসি কল্লোল ঘোষকে। পাশাপাশি ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে সিবিআইডিকে। মুখ্যমন্ত্রীর বৈঠকের পরই নিহত ২ ছাত্রের বাড়িতে গেলেন বিধাননগরের পুলিস কমিশনার সুপ্রতিম সরকার ও মন্ত্রী সুজিত বসু। সুপ্রতিম সরকার বলেন, সিআইডি এসেছে। ওরা তদন্তভার নিয়েছে। সিআইডির এসএস এসেছেন। ওঁরা তদন্ত শুরুও করে দিয়েছেন। দুই ছাত্রের বাড়িতেই সিআইডির টিম যাবে।

আরও পড়ুন-Baguiati Student Murder: বাগুইআটি কাণ্ডের তদন্তে কেন অবহেলা! প্রশাসনিক বৈঠকে পুলিসের ভূমিকায় ক্ষোভ মুখ্যমন্ত্রীর

নিহত ছাত্র অতনু দে-র বাড়িতে গিয়ে দেখা গেল প্রত্যেকের মুখে একই কথা, নিখোঁজের খবর পাওয়ার পর কেন গুরুত্ব দিয়ে তদন্ত করল না পুলিস। শেষপর্।ন্ত প্রাণ গেল দুই ছাত্রের। এর প্রতিবাদে সকাল থেকেই অতনুদের বাড়ির গলিতে বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়। শেষপর্যন্ত ডিসি পদমর্যাদার অফিসার এলে ওই বেড়া খুলে দেওয়া হয়। পরবর্তী সময়ে সিআইডির টিম যখন সুপ্রিতম সরকারের নেতৃত্বে আসে তখন তাদেরও ঢুকতে দেওয়া হয়। তাদের সঙ্গে পুলিস গলিতে ঢোকে। ওই ঘটনায় মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরির শ্বশুরবাড়ি অতনুর বাড়ির কাছেই। সেখানে আজও উত্তেজিত জনতা ভাঙচুর চালায়। 

এদিন সন্ধেয় অতনুদের বাড়িতে আসেন মন্ত্রী সুজিত বসু ও এলাকার বিধায়ক অদিতি মুন্সি-সহ তৃণমূল নেতারা। স্থানীয় তৃণমূল কাউন্সিলর সকাল থেকেই এলাকায় ছিলেন। সুজিত বসু আসার পর এলাকার মানুষের ক্ষোভ কিছুটা কম হতে দেখা যায়। এদিন সন্ধেয় সিআইডি তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। ওই কথা শুনে কিছুটা আশ্বস্ত হয় অতনুর পরিবার। অতনুর বাবা বলেন, সিআইডি তদন্তের পর কিছুটা হলেও আশার আলো দেখছি।

উল্লেখ্য, এদিন নবান্নে প্রশাসনিক বৈঠকে বাগুইআটি কাণ্ডের তদন্তে পুলিসের গড়মসি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, বাগুইআটি কাণ্ডের তদন্তে পুলিস অবহেলা করেছে বলে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি বলেন, আইসি কী করছিল? এরকম আইসিকে সাসপেন্ড করা উচিত। প্রসঙ্গত, ওই বৈঠকের পরই বাগুইআটির আইসিকে ক্লোজ করা হয়।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.