Partha Chatterjee, SSC Scam: ইডি-জেলের পর এবার সিবিআই ঘরে পার্থ, উঠল 'চোর চোর' স্লোগান

Partha Chatterjee, SSC Scam:  ২১ সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতে পার্থ চট্টোপাধ্য়ায়। বৃহস্পতিবার পার্থ চট্টোপাধ্য়ায়কে হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানায় সিবিআই। সেই আবেদনের উপরই এদিন শুনানি হয়। 

Updated By: Sep 16, 2022, 05:31 PM IST
Partha Chatterjee, SSC Scam: ইডি-জেলের পর এবার সিবিআই ঘরে পার্থ, উঠল 'চোর চোর' স্লোগান

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সিবিআই হেফাজতে পার্থ চট্টোপাধ্য়ায়। খারিজ জামিনের আবেদন। ২১ সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতে পার্থ চট্টোপাধ্য়ায়। বৃহস্পতিবার পার্থ চট্টোপাধ্য়ায়কে হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানায় সিবিআই। সেই আবেদনের উপরই এদিন শুনানি হয়। এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে সবটা জানেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি-ই 'মাস্টারমাইন্ড'! তাঁকে জিজ্ঞাসাবাদ করেই এই দুর্নীতি কাণ্ডের তদন্তে আরও অনেক সূত্র মিলবে বলে মনে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আদালত সিবিআই-এর সেই দাবিকেই মান্যতা দিল। সিবিআই হেফাজতে পাঠাল প্রাক্তন শিক্ষামন্ত্রীকে।

২৩ জুলাই ইডির গ্রেফতারির পর প্রথমে ইডি হেফাজত, তারপর জেল হেফাজত হয় পার্থ চট্টোপাধ্য়ায়ের। এবার আবার সিবিআই হেফাজতে পার্থ। এদিন আলিপুর আদালতে সশরীরে হাজিরা দেন পার্থ চট্টোপাধ্য়ায়। শুনানিতে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বলেন, '২৩ জুলাই পার্থ চট্টোপাধ্য়ায়কে গ্রেফতার করে ইডি। কিন্তু এতদিনেও চার্জশিট দিতে পারেনি ইডি। এরপরই আচমকা সিবিআই পার্থ চট্টোপাধ্য়ায়কে হেফাজতে চাইছে। এটা চক্রান্ত।' পার্থ চট্টোপাধ্য়ায়ের সঙ্গে কল্যাণময় গঙ্গোপাধ্য়ায়েরও সিবিআই হেফাজত হয়েছে।

আরও পড়ুন, IB-CBI: নিজামে আইবি-সিবিআই-র গুরুত্বপূর্ণ বৈঠক, বড় কোনও পদক্ষেপের প্রস্তুতি?

পার্থ চট্টোপাধ্য়ায় নিজেও এদিন আদালতে কেঁদে ভাসান। হাপুস নয়নে কাঁদতে কাঁদতে বলেন 'মরেই যাব। আমাকে বাঁচতে দিন।' জামিনের কাতর আর্জি জানান। বলেন, 'আমি এমবিএ। জনপ্রতিনিধি হিসেবে কলঙ্কহীন কেরিয়ার। আমার কী ভূমিকা? এসএসসি আলাদা সংস্থা। তারা সব্য তথ্য মুছে দিয়েছে। আর এখন আমাকে জেলে রাখতে এজেন্সি চক্রান্ত করছে। আমাকে বাঁচতে দিন।' প্রকারন্তরে এদিন নিয়োগ দুর্নীতির দায় এসএসসি-র উপরই চাপান প্রাক্তন শিক্ষামন্ত্রী। ওদিকে এদিন আদালত থেকে বেরনোর সময় পার্থকে দেখামাত্র তাঁকে উদ্দেশ করে 'চোর, চোর' স্লোগান ওঠে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.