আয়কর দফতরের নোটিস বর্ণ পরিচয় মার্কেটকে

স্টেট ব্যাঙ্কের পর এবার আয়কর দফতরের নোটিস পেল বর্ণ পরিচয় মার্কেট। বকেয়া করের এই নোটিস দেওয়া হয়েছে বৃহস্পতিবার। নোটিসে বলা হয়েছে, আয়কর দফতরের অনুমতি ছাড়া এই সম্পত্তি হস্তান্তর বা কোনও পরিবর্তন করা যাবে না।  সাত বছর কেটেছে। বর্ণ পরিচয় মার্কেটে নশো আটষট্টি জন দোকানদারের মধ্যে দোকান পেয়েছেন মাত্র পৌনে ২০০ জন। আরও একটি পুজো এসে গেল। নির্মীয়মান মার্কেট এখন কার্যত জঞ্জালের স্তূপ। এর মধ্যে স্টেট ব্যাঙ্ক পাওনা আদায়ে নোটিস দিয়েছে। নতুন বিপত্তি আয়কর দফতরের নোটিস। এই নোটিসে আরও বিপাকে পড়ে গেলেন দোকানদাররা। চলতি বছরের জুলাই পর্যন্ত বেঙ্গল শেল্টারের কাছ আয়কর দফতরের পাওনা তেইশ কোটি বিরানব্বই লক্ষ টাকা। সুদ ও জরিমানা ধরলে এই অঙ্ক প্রায় দ্বিগুণ হবে।  

Updated By: Sep 5, 2013, 09:26 PM IST

স্টেট ব্যাঙ্কের পর এবার আয়কর দফতরের নোটিস পেল বর্ণ পরিচয় মার্কেট। বকেয়া করের এই নোটিস দেওয়া হয়েছে বৃহস্পতিবার। নোটিসে বলা হয়েছে, আয়কর দফতরের অনুমতি ছাড়া এই সম্পত্তি হস্তান্তর বা কোনও পরিবর্তন করা যাবে না।  সাত বছর কেটেছে। বর্ণ পরিচয় মার্কেটে নশো আটষট্টি জন দোকানদারের মধ্যে দোকান পেয়েছেন মাত্র পৌনে ২০০ জন। আরও একটি পুজো এসে গেল। নির্মীয়মান মার্কেট এখন কার্যত জঞ্জালের স্তূপ। এর মধ্যে স্টেট ব্যাঙ্ক পাওনা আদায়ে নোটিস দিয়েছে। নতুন বিপত্তি আয়কর দফতরের নোটিস। এই নোটিসে আরও বিপাকে পড়ে গেলেন দোকানদাররা। চলতি বছরের জুলাই পর্যন্ত বেঙ্গল শেল্টারের কাছ আয়কর দফতরের পাওনা তেইশ কোটি বিরানব্বই লক্ষ টাকা। সুদ ও জরিমানা ধরলে এই অঙ্ক প্রায় দ্বিগুণ হবে।
 
বিপুল অঙ্কের ঋণ বেঙ্গল শেল্টারের কাঁধে চাপায় কীভাবে শেষ হবে মার্কেট তা নিয়ে অথৈ জলে ব্যবসায়ীরা। আইনি জটিলতা যে ক্রমেই যে বাড়ছে তা মেনে নিয়েছে পুরসভাও। এই জটিলতা কাটিয়ে কবে পুনর্বাসন মিলবে তা নিয়ে চিন্তায় ব্যবসায়ীরা।

.