আগামিকাল নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক বিমল গুরুংয়ের
আগামিকাল নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন মোর্চা সভাপতি বিমল গুরুং। গত ৩০ জুলাই জিটিএ চিফ এক্জিকিউটিভের পদ থেকে ইস্তফা দেওয়ার পর এই প্রথম মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন তিনি। এই বৈঠকে আসন্ন লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক সমীকরণ নিয়ে আলোচনা হতে পারে।
আগামিকাল নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন মোর্চা সভাপতি বিমল গুরুং। গত ৩০ জুলাই জিটিএ চিফ এক্জিকিউটিভের পদ থেকে ইস্তফা দেওয়ার পর এই প্রথম মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন তিনি। এই বৈঠকে আসন্ন লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক সমীকরণ নিয়ে আলোচনা হতে পারে।
একই সঙ্গে জিটিএ-র যে সভাসদরা জেলে রয়েছেন, তাদের মুক্তির জন্য মোর্চার তরফে আবেদন জানানো হতে পারে। ইতিমধ্যেই জিটিএ চিফ এক্জিকিউটিভ পদে ফিরতে পারেন বলে ইঙ্গিত দয়েছেন মোর্চা সভাপতি। আগামিকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর একান্ত বৈঠকও হতে পারে। আগামিকাল বিমল গুরুংয়ের সঙ্গে থাকছেন মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি, ত্রিলোক দেওয়ান, জিটিএ-র শিক্ষা বিষয়ক দায়িত্বে থাকা ডক্টর মিজেল।