শিল্পনীতি নিয়ে রাজ্যসরকারের সমালোচনায় বিমান বসু

শিল্পায়ন নিয়ে রাজ্য সরকারের ভূমিকার কড়া সমালোচনা করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক বিমান বসু। তাঁর অভিযোগ, তৃণমূল রাজ্য থেকে শিল্প বিতাড়নের কর্মসূচী নিলেও পুঁজিপতিদের চাপে শিল্পদরদী ভাবমূর্তি বজায় রাখতে চাইছেন মুখ্যমন্ত্রী। শিল্পপতিদের নৈশভোজে আপ্যায়ন আর চা-শ্রমিকদের স্বেচ্ছামৃত্যুর আবেদন, রাজ্য সরকারের সংস্কৃতির ফসল বলে কটাক্ষ করেন সিপিআইএম রাজ্য সম্পাদক।

Updated By: Nov 10, 2012, 02:49 PM IST

শিল্পায়ন নিয়ে রাজ্য সরকারের ভূমিকার কড়া সমালোচনা করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক বিমান বসু। তাঁর অভিযোগ, তৃণমূল রাজ্য থেকে শিল্প বিতাড়নের কর্মসূচী নিলেও পুঁজিপতিদের চাপে শিল্পদরদী ভাবমূর্তি বজায় রাখতে চাইছেন মুখ্যমন্ত্রী। শিল্পপতিদের নৈশভোজে আপ্যায়ন আর চা-শ্রমিকদের স্বেচ্ছামৃত্যুর আবেদন, রাজ্য সরকারের সংস্কৃতির ফসল বলে কটাক্ষ করেন সিপিআইএম রাজ্য সম্পাদক।
রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর বড় বিনিয়োগ সে ভাবে আসেনি। সরকারের জমিনীতি বিনিয়োগের পথে বড় বাধা বলে অভিযোগ শিল্পমহলের। এসবের মধ্যেই হলদিয়াকাণ্ডে শিল্পপতিদের কাছে রাজ্যের ভাবমূর্তি খারাপ হয়েছে। হলদিয়ায় শুভেন্দু অধিকারী বা দুবরাজপুরকাণ্ডে খোদ শিল্পমন্ত্রীর ভূমিকা, কোনওটিই এ রাজ্যে শিল্পের অনূকূল পরিবেশ তৈরির পক্ষে সহায়ক নয় বলে বিশেষজ্ঞদের মত। এ বিষয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক বিমান বসুর মন্তব্য, "শিল্প রাজ্যছাড়া হলেও পুঁজিপতিদের চাপে শিল্প-দরদী কথা বলতে বাধ্য হচ্ছেন মুখ্যমন্ত্রী।"
শুক্রবার, বিজয়া সম্মিলনী উপলক্ষ্যে শিল্পপতিদের নৈশভোজে আপ্যায়িত করেছিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের বর্তমান পরিস্থিতিতে এই আয়োজনকে তীব্র কটাক্ষ করেছেন বিমান বসু। শনিবার, আলিমুদ্দিন স্ট্রিটে সিপিআইএম রাজ্য কমিটির উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিমান বসু। 

.