অনুমতি ছাড়াই সভা করব, হুঁশিয়ারি বিমান বসুর

সরকারের সঙ্গে সরাসরি সংঘাতের রাস্তায় যাওয়ার প্রস্তুতি শুরু করে দিল বামেরা। একুশে জুন প্রথম বামফ্রন্ট সরকারের প্রতিষ্ঠা দিবসে সভা করার অনুমতি পায়নি বামেরা। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর হুঁশিয়ারি, এবার থেকে সভা করার জন্য অনুমতি নেবেন না তাঁরা।  

Updated By: Jun 17, 2013, 09:59 PM IST

সরকারের সঙ্গে সরাসরি সংঘাতের রাস্তায় যাওয়ার প্রস্তুতি শুরু করে দিল বামেরা। একুশে জুন প্রথম বামফ্রন্ট সরকারের প্রতিষ্ঠা দিবসে সভা করার অনুমতি পায়নি বামেরা। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর হুঁশিয়ারি, এবার থেকে সভা করার জন্য অনুমতি নেবেন না তাঁরা।  
সন্ত্রাস মোকাবিলায় সক্রিয় হওয়ার আবেদন নিয়ে সোমবার রাজভবনে গিয়েছিল বাম প্রতিনিধিল। সভা করার অনুমতি না মেলায় এবার বামেরা সংঘাতের রাস্তায় যাবে বলেই জানিয়ে দিসেন বামফ্রন্ট চেয়ারম্যান।
পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। যারা অশান্তি বাধাচ্ছে তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে ব্যর্থ পুলিস-প্রশাসন। এই পরিস্থিতিতে বাড়তি বাহিনী ছাড়া পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণ হওয়া সম্ভব নয়। এবিষয়ে রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করেছেন তাঁরা। আজ রাজ্যপালের সঙ্গে বাম প্রতিনিধি দলের আলোচনার পর  একথা বলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

Tags:
.