জীবনানন্দের জন্মদিন

আজ বাঙালির প্রাণের কবির জন্মদিন। হ্যাঁ, জীবনানন্দ দাশ। বড্ড মন ছোঁয়া কথা বলে গিয়েছিলেন যে। 'বাংলার রূপ আমি দেখিয়াছি...' সত্যিই তো, এরপর আর পৃথিবীর রূপ দেখে কী হবে! আজ তাঁর জন্মদিনে তাঁকে শ্রদ্ধার্ঘ জানানোর পাশাপাশি, জেনে নিন কিছু তথ্য, যেগুলো আপনি হয়তো জানেন। কিন্তু প্রিয় কবির জন্মদিনে আর একবার পড়তে মন্দ লাগবে না।

Updated By: Feb 17, 2016, 02:17 PM IST
জীবনানন্দের জন্মদিন

ওয়েব ডেস্ক: আজ বাঙালির প্রাণের কবির জন্মদিন। হ্যাঁ, জীবনানন্দ দাশ। বড্ড মন ছোঁয়া কথা বলে গিয়েছিলেন যে। 'বাংলার রূপ আমি দেখিয়াছি...' সত্যিই তো, এরপর আর পৃথিবীর রূপ দেখে কী হবে! আজ তাঁর জন্মদিনে তাঁকে শ্রদ্ধার্ঘ জানানোর পাশাপাশি, জেনে নিন কিছু তথ্য, যেগুলো আপনি হয়তো জানেন। কিন্তু প্রিয় কবির জন্মদিনে আর একবার পড়তে মন্দ লাগবে না।

১) জীবনানন্দ দাশের জন্ম হয় ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশের বরিশালে।

২) জীবনানন্দ দাশের বাবা সত্যানন্দ দাশ পেশায় একজন স্কুল শিক্ষক ছিলেন। এছাড়াও তিনি সম্পাদক ছিলেন ব্রহ্মবাদী সংবাদপত্রের।

৩) জীবনানন্দ দাশের ডাক নাম ছিল মিলু।

৪) ১৯২৭ সালে জীবনানন্দ দাশের প্রথম কবিতার বই ঝড়া পালক প্রকাশিত হয়।

৫) আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে – এই বাংলায়
হয়তো মানুষ নয় – হয়তো বা শাঁখচিল শালিকের বেশে,
হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিঁকের নবান্নের দেশে
কুয়াশার বুকে ভেসে একদিন আসিব কাঁঠাল ছায়ায়।
হয়তো বা হাঁস হবো – কিশোরীর – ঘুঙুর রহিবে লাল পায়
সারাদিন কেটে যাবে কলমীর গন্ধভরা জলে ভেসে ভেসে।
আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে
জলঙ্গীর ঢেউ এ ভেজা বাংলারি সবুজ করুণ ডাঙ্গায়।

আজকের দিনে তাঁর এই লাইনগুলো আর একবার মনে মনে গুন গুন করে নিলে বাঙালি হিসেবে গর্বিত লাগবে।

 

.