সোস্যাল মিডিয়ায় অংশগ্রহণ বাড়াতে কর্মীদের গোপন বার্তা RSS ও বিজেপির

চাপের মুখেও সোশ্যাল মিডিয়া থেকে পিছু হটা হবে না। বুঝিয়ে দিতে চাইছে  BJP। প্ররোচনামূলক ভিডিও পোস্ট করে আসানসোলে গ্রেফতার বিজেপি IT সেলের সেক্রেটারি। বসিরহাট নিয়ে ভিডিও পোস্ট করেও গ্রেফতার হয়েছে আরও এক বিজেপি কর্মী। তবুও পিছু হটছে না বিজেপি এবং RSS নেতৃত্ব। উল্টে কর্মী-সমর্থকদের আরও বেশি করে ফেসবুক-হোয়াটস অ্যাপে অংশ নিতে আহ্বান জানাচ্ছেন বিশ্ব হিন্দু পরিষদ, RSS এবং বিজেপির নেতারা।  সোস্যাল মিডিয়ায় অংশগ্রহণ বাড়াতে কর্মীদের গোপন বার্তাও দিচ্ছেন তাঁরা।

Updated By: Jul 13, 2017, 12:01 PM IST
সোস্যাল মিডিয়ায় অংশগ্রহণ বাড়াতে কর্মীদের গোপন বার্তা RSS ও বিজেপির

ওয়েব ডেস্ক : চাপের মুখেও সোশ্যাল মিডিয়া থেকে পিছু হটা হবে না। বুঝিয়ে দিতে চাইছে  BJP। প্ররোচনামূলক ভিডিও পোস্ট করে আসানসোলে গ্রেফতার বিজেপি IT সেলের সেক্রেটারি। বসিরহাট নিয়ে ভিডিও পোস্ট করেও গ্রেফতার হয়েছে আরও এক বিজেপি কর্মী। তবুও পিছু হটছে না বিজেপি এবং RSS নেতৃত্ব। উল্টে কর্মী-সমর্থকদের আরও বেশি করে ফেসবুক-হোয়াটস অ্যাপে অংশ নিতে আহ্বান জানাচ্ছেন বিশ্ব হিন্দু পরিষদ, RSS এবং বিজেপির নেতারা।  সোস্যাল মিডিয়ায় অংশগ্রহণ বাড়াতে কর্মীদের গোপন বার্তাও দিচ্ছেন তাঁরা।

আরও পড়ুন, প্ররোচনামূলক ভিডিও পোস্ট করে গ্রেফতার বিজেপি IT সেলের সেক্রেটারি

.