বিজেপির বুদ্বিজীবীদের সভায় ভিড় হল, তবে আশানুরূপ চেনা-পরিচিতদের সমাবেশ দেখা গেল না

এ বলে আমায় দেখ, ও বলে আমায়। তৃণমূল আর বিজেপির মধ্যে এখন ঘোর কম্পিটিশন। পারুইয়ের মতো জায়গায় চলছে বোমা, গুলি, পেশির লড়াই।  কলকাতায় সভা, পাল্টা সভা চলছে।  চলছে বুদ্ধিজীবী প্রদর্শনের লড়াইও। কদিন আগে পথে বুদ্ধিজীবী নামিয়েছিল তৃণমূল। আজ নামাল বিজেপি।

Updated By: Dec 2, 2014, 07:21 PM IST
বিজেপির বুদ্বিজীবীদের সভায় ভিড় হল, তবে আশানুরূপ চেনা-পরিচিতদের সমাবেশ দেখা গেল না

ওয়েব ডেস্ক: এ বলে আমায় দেখ, ও বলে আমায়। তৃণমূল আর বিজেপির মধ্যে এখন ঘোর কম্পিটিশন। পারুইয়ের মতো জায়গায় চলছে বোমা, গুলি, পেশির লড়াই।  কলকাতায় সভা, পাল্টা সভা চলছে।  চলছে বুদ্ধিজীবী প্রদর্শনের লড়াইও। কদিন আগে পথে বুদ্ধিজীবী নামিয়েছিল তৃণমূল। আজ নামাল বিজেপি।

শুক্রবার পথে নেমেছিলেন  তৃণমূলপন্থী বুদ্ধিজীবীরা।  কেন ছিল সে মিছিল, তা নিয়ে মিছিলেই ছিল নানা মুখে নানা মত।

মঙ্গলবার সারদা কেলেঙ্কারিতে দোষীদের গ্রেফতারের দাবিতে পথে নামলেন বিজেপিপন্থী বুদ্ধিজীবীরা। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত  মিছিলে হাঁটলেন এম জে আকবর, পিসি সরকার, জর্জ বেকার, নিমু ভৌমিক, জয় ব্যানার্জির মতো পরিচিত বিজেপির  মুখেরা।

মিছিলে অংশ নিয়েছেন আইনজীবী, চিকিত্সক, শিক্ষকরা। তবে মিছিলের সিংহভাগ জুড়ে ছিলেন বিজেপি-র দলায় কর্মী সমর্থকরাই। পতাকা ছাড়া, এইটুকুই যা আলাদা।  

তৃণমূলের পাল্টা হিসাবে শহরে আজ বিজেপির ডাকে বুদ্ধিজীবীদের মিছিলে আশানুরূপ চেনা-পরিচিতদের সমাবেশ দেখা গেল না। ধর্মতলা পর্যন্ত কলেজ স্কোয়ার পর্যন্ত মিছিলে যাঁরা হাঁটলেন তাঁরা সকলেই বিজেপির কর্মী। মিছিলের নেতৃত্বে ছিলেন  পিসি সরকার, নিমু ভৌমিক, জয় ব্যানার্জি, জর্জ বেকার মতো বিজেপি কর্মীরাই।  দলীয় পতাকা না থাকলেও এদিনের  মিছিলে ছিলেন প্রচুর বিজেপি কর্মী নেতা।

.