BJP: বিজেপির মহিলা মোর্চার বিক্ষোভ কর্মসূচি ঘিরে তুলকালাম ভবানী ভবন-সিমলা স্ট্রিট

কলকাতা ছাড়াও মেদিনীপুর শহর, সোনারপুর, চুঁচুড়াতেও বিজেপি বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়

Updated By: Aug 12, 2021, 05:46 PM IST
BJP: বিজেপির মহিলা মোর্চার বিক্ষোভ কর্মসূচি ঘিরে তুলকালাম ভবানী ভবন-সিমলা স্ট্রিট

নিজস্ব প্রতিবেদন: বিজেপির মহিলা মোর্চার বিক্ষোভ কর্মসূচি ঘিরে তুলকালাম ভবানীভবন ও সিমলা স্ট্রিট। সিমলা স্ট্রিটে গ্রেফতার হন বিজেপি নেত্রী মীনা দেবী পুরোহিত। ভবানী ভবনে বিক্ষোভ দেখান অগ্নিমিত্রা পাল। এছাড়াও মেদিনীপুর, চুঁচুড়া ও সোনারপুরেও বিজেপি বিক্ষোভ কর্মসূচি নিয়ে উত্তেজনা ছড়ায়।

আরও পড়ুন-Kanyashree: দিলীপের প্ল্যাকার্ডে 'কন্যাশ্রী' হল 'কন্নাশ্রী', তীব্র কটাক্ষ তথাগতর

এদিন ভবনী ভবনের সামনের রাস্তা অবরোধ করেন বিজেপি কর্মীরা। পুলিস তাদের সরাতে এলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপি কর্মীদের সঙ্গে পুলিসের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। গ্রেফতার করা হয় অগ্নিমিত্রা পাল সহ বেশ কয়েকজন বিজেপি কর্মীকে। সংবাদমাধ্যমে অগ্নিমিত্রা বলেন, যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা সেখানে নারী সুরক্ষার হাল তলানিতে। সিপিএম একসময় ধর্ষণকে রাজনৈতিক ইস্যু হিসেবে ব্যবহার করতো। তৃণমূলও তাই করছে।

আরও পড়ুন-PAC:  'মামলাটি গ্রহণযোগ্য নয়', হাইকোর্টে হলফনামা বিধানসভার স্পিকারের

অন্যদিকে, একই পরিস্থিতি হয় সিমলা স্ট্রিটেও। সেখানেও বিজেপির মহিলা কর্মীরা আইন অমান্য করে পুলিসের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন পুলিসের সঙ্গে। তাদের টেনে হিঁচড়ে গাড়িতে তোলে পুলিস। এখানে গ্রেফতার হন মীনা দেবী পুরোহিত। গ্রেফতার হওয়া বিজেপি কর্মীদের বিরুদ্ধে করোনা বিধিনিষেধ ভঙ্গ, যানা চলাচলে বাধাদানের অভিযোগ আনা হয়েছে।

কলকাতা ছাড়াও মেদিনীপুর শহর, সোনারপুর, চুঁচুড়াতেও বিজেপি বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়। মেদিনীপুরে ব্যারিকেড দিয়ে মিছিল আটকানোর চেষ্টা করলে পুলিসের সঙ্গে ধস্তধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা। 
 
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.