২৭ জানুয়ারি থেকে রাস্তার মোড়ে শোনা যাবে বইমেলার থিম সঙ
রবীন্দ্রসঙ্গীতের বদলে এবার কলকাতার ট্রাফিক সিগন্যালে বাজবে বইমেলার থিম সঙ। বাজবে বইমেলার দিনগুলিতে। এ বছর কলকাতা বইমেলার থিম সঙ গাইছেন ঊষা উত্থুপ।
রবীন্দ্রসঙ্গীতের বদলে এবার কলকাতার ট্রাফিক সিগন্যালে বাজবে বইমেলার থিম সঙ। বাজবে বইমেলার দিনগুলিতে। এ বছর কলকাতা বইমেলার থিম সঙ গাইছেন ঊষা উত্থুপ।
শুধুমাত্র বইমেলায় নয়। এই গান শোনা যাবে কলকাতার ট্রাফিক সিগনাল গুলিতেও। ২৭ জানুয়ারি থেকে শ্রীজাতর লেখা এই গানই শোনা যাবে শহরে। বাংলার পাশাপাশি ইংরেজিতেও বাজবে একই গান। সুর দিয়েছেন ঊষা উত্থুপ নিজেই। বইমেলার উদ্বোধনী মঞ্চেও ঊষা উত্থুপ এই গান গাইবেন।
এর আগে কলকাতা চলচ্চিত্র উত্সবের সময়ও থিম সঙ বাজানো হয়েছিল কলকাতার ট্র্যাফিক সিগনালে। আগামী ২৭ জানুয়ারি কলকাতা আন্তর্জাতিক বইমেলা।