দলকে আবর্জনামুক্ত করা প্রয়োজন: বুদ্ধদেব ভট্টাচার্য

শক্তিশালী সংগঠন গড়তে হলে দলকে আবর্জনামুক্ত করা প্রয়োজন। আজ দলীয় কর্মীদের এক সভায় একথা বলেছেন সিপিআইএম পলিটব্যুরো সদস্য বুদ্ধদেব ভট্টাচার্য

Updated By: Nov 7, 2011, 11:06 PM IST

শক্তিশালী সংগঠন গড়তে হলে দলকে আবর্জনামুক্ত করা প্রয়োজন। সোমবার দলীয় কর্মীদের এক সভায় একথা বলেছেন সিপিআইএম পলিটব্যুরো সদস্য বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি এও বলেন, দলকে শক্তিশালী করতে হলে সাংগঠনিক সমস্যা সমাধান করতে হবে। সমস্যা মাটি চাপা দিয়ে রাখলে লাভ হবে না। ইতিমধ্যেই সিপিআইএম আঞ্চলিক কমিটি স্তরে সম্মেলনের কাজ শুরু করেছে। সম্মেলনের প্রক্রিয়া শুরুর আগেই দলের তরফে একাধিক নির্দেশিকা জারি করা হয়। নির্দেশিকায় প্রমোটিং এবং প্রমোটিংয়ের সঙ্গে যুক্ত বিভিন্ন পেশায় যারা রয়েছেন তাদের দলের কমিটি থেকে সরে যাওয়ার কথা বলা হয়েছে। সেই নির্দেশিকার সুরেই সোমবার বুদ্ধদেব ভট্টাচার্য বলেন বেশকিছু সদস্যের কাজকর্মের জন্য সাধারণের মধ্যে দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। সেই ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্য তাদের দল থেকে সরিয়ে দেওয়া প্রয়োজন। সিপিআইএম পলিটব্যুরো নেতা বুদ্ধদেব ভট্টাচার্য এও বলেন, এই মুহূর্তে তাদের সামনে সবচেয়ে বড় কাজ শক্তিশালী সংগঠন তৈরি করা। সমস্যা মাটি চাপা দিয়ে সেকাজ করা সম্ভব নয়। দলীয় কর্মীদের সভায় বিধানসভা নির্বাচনে বামেদের বিপর্যয়ের কারণ নিয়েও আলোচনা করেন তিনি। বলেন, কেন আশাতীত খারাপ ফল হল, তা খুঁজে বার করার চেষ্টা চলছে। তবে, তাঁর পরিচালিত সরকারের বেশকিছু পদক্ষেপেরও সমালোচনা করেন তিনি। বলেন, তাঁর সরকারের শিল্পনীতি, জমিনীতিতে কোথায় ভুল হয়েছিল, কেন মানুষ সেই নীতি প্রত্যাখ্যান করলেন, তা খুঁজে বার করার উদ্যোগ শুরু হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, নতুন সরকার বহু জনবিরোধী নীতি নিয়েছে। একই সঙ্গে বুদ্ধদেব ভট্টাচার্যের বক্তব্য, রাজ্যের বেশিরভাগ মানুষ এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পক্ষে রয়েছেন। তিনি এও বলেন, অভিজ্ঞতার মধ্যে দিয়েই মানুষ এই সরকারের আসল চেহারা বুঝতে পারবেন।

.