ভাড়া বৃদ্ধির দাবিতে লাগাতার ধর্মঘটের পথে ছটি বাসমালিক সংগঠন

ভাড়া বৃদ্ধির দাবিতে এবার লাগাতার ধর্মঘটের পথে হাঁটতে চলেছে ছটি কেন্দ্রীয় বাসমালিক সংগঠন। আজ এবিষয়ে বাস মালিক সংগঠনগুলির সঙ্গে বৈঠকে বসার কথা ছিল পরিবহন মন্ত্রী মদন মিত্রের। সেই বৈঠক হয়নি। মঙ্গলবারের পরিবর্তে বুধবার সকাল সাড়ে এগারোটায় সিটিসি পরিবহণ ভবনে বাস মালিক সংগঠনগুলির সঙ্গে বৈঠকে বসবেন পরিবহণ মন্ত্রী মদন মিত্র। আজও ভাড়া না বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন তিনি।

Updated By: Jun 17, 2014, 05:34 PM IST

ভাড়া বৃদ্ধির দাবিতে এবার লাগাতার ধর্মঘটের পথে হাঁটতে চলেছে ছটি কেন্দ্রীয় বাসমালিক সংগঠন। আজ এবিষয়ে বাস মালিক সংগঠনগুলির সঙ্গে বৈঠকে বসার কথা ছিল পরিবহন মন্ত্রী মদন মিত্রের। সেই বৈঠক হয়নি। মঙ্গলবারের পরিবর্তে বুধবার সকাল সাড়ে এগারোটায় সিটিসি পরিবহণ ভবনে বাস মালিক সংগঠনগুলির সঙ্গে বৈঠকে বসবেন পরিবহণ মন্ত্রী মদন মিত্র। আজও ভাড়া না বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন তিনি।

শেষ বার বাসের ভাড়া বেড়েছিল দু হাজার বারো সালের একত্রিশে অক্টোবর। এরপর ডিজেলের দাম বেড়েছে লিটার প্রতি প্রায় চোদ্দো টাকা। কিন্তু বাস ভাড়া বাড়েনি। প্রতিবাদে লাগাতার বাস ধর্মঘটের হুঁশিয়ারি দিয়ে আসছিল বাস মালিক সংগঠনগুলি। রাজ্য সরকার কিন্তু ভাড়া না বাড়ানোর সিদ্ধান্তেই অনড় থেকেছে । শেষ পর্যন্ত পঁচিশ, ছাব্বিশ ও সাতাশ জুন বাস ধর্মঘটের দাক দেয় সংগঠনগুলি। সোমবার বাস মালিক সংগঠনগুলিকে কার্যত হুঁশিয়ারি দেন পরিবহণ মন্ত্রী মদন মিত্র।

একই সঙ্গে ধর্মঘটী ছটি বাস মালিক সংগঠনের সঙ্গে বৈঠকে বসার কথাও ঘোষণা করেন তিনি।

বৈঠক তো পরের কথা। আপাতত নিজেদের লোকসান ঠেকাতে মরিয়া বাস মিনিবাস মালিক সংগঠনগুলি।

বুধবারের বৈঠকে বাস ধর্মঘট কি রুখতে পাবে রাজ্য সরকার? নাকি নিজেদের জেদে অনড় থেকেই লাগাতার ধর্মঘটের পথেই হাঁটবে বাস মালিক সংগঠনগলি । নজর থাকবে রাজ্যবাসীর।

.