সরকারের সঙ্গে চরম সংঘাতে বাস মালিকরা, বড়দিনের সপ্তাহে ৭২ ঘণ্টা বাস ধর্মঘটের হুমকি

বড়দিনের সপ্তাহে ৭২ ঘণ্টার ধর্মঘট ডাকতে চলেছে বেসরকারি বাস-মিনিবাস মালিকদের সবকটি সংগঠন। ২৩শে ডিসেম্বর মেট্রো চ্যানেলে বাস সংগঠনের মঞ্চ থেকেই এই ধর্মঘটের ডাক দেওয়া হতে পারে। নতুন বছরের পয়লা জানুয়ারি থেকে ভাড়া পূনর্বিন্যাসের সিদ্ধান্ত ঘোষণার জন্য রাজ্য সরকারকে কার্যত ২৩ তারিখ পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছ বাস মালিকদের পাঁচটি সংগঠন।

Updated By: Dec 20, 2013, 07:59 PM IST

বড়দিনের সপ্তাহে ৭২ ঘণ্টার ধর্মঘট ডাকতে চলেছে বেসরকারি বাস-মিনিবাস মালিকদের সবকটি সংগঠন। ২৩শে ডিসেম্বর মেট্রো চ্যানেলে বাস সংগঠনের মঞ্চ থেকেই এই ধর্মঘটের ডাক দেওয়া হতে পারে। নতুন বছরের পয়লা জানুয়ারি থেকে ভাড়া পূনর্বিন্যাসের সিদ্ধান্ত ঘোষণার জন্য রাজ্য সরকারকে কার্যত ২৩ তারিখ পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছ বাস মালিকদের পাঁচটি সংগঠন।

২০১২-এর অক্টোবর থেকে ২০১৩-এর ডিসেম্বর। ভাড়াবৃদ্ধির দাবিতে পরিবহণমন্ত্রীকে মোট ৪৮টি চিঠি দিয়েছেন বেসরকারি বাস মালিকরা। মন্ত্রীর সঙ্গে তাদের সরাসরি কথা হয়েছে ২২ বার। ভাড়া না বাড়ানোর সিদ্ধান্তে অনড় সরকার। এবার তাই সরকারের সঙ্গে চরম সংঘাতের বার্তা নিয়ে সম্মুখসমরে বাস মালিকরা।

২৩শে ডিসেম্বর বেলা ১টায় ধর্মতলার মেট্রো চ্যানেলে সমাবেশের ডাক দিয়েছে পাঁচটি বাস মালিক সংগঠন। জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট, বেঙ্গল বাস সিন্ডিকেট, মিনিবাস অপারেটর্স কো অর্ডিনেশন কমিটি, নর্থ বেঙ্গল প্যাসেনজার ট্রান্সপোর্ট কমিটি এবং অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় কমিটি। এই পাঁচটি সংগঠন সেই মঞ্চ থেকেই ধর্মঘটের ঘোষণার ইঙ্গিত দিয়েছে। বড়দিনের সপ্তাহে ৭২ ঘণ্টার ধর্মঘট ডাকার সিদ্ধান্ত হতে পারে।

ভাড়াবৃদ্ধি না করার সিদ্ধান্তে অনড় পরিবহণ দফতর বাস সঙ্কটের সমাধান খুঁজতে চাইছে অন্য পথে। নতুন করে ৩০০ বাসের পারমিট দেবার সিদ্ধান্ত নিয়েছে সরকার। চালু পারমিট নিয়েও যেখানে মালিকরা লোকসানের ভয়ে বাস নামাচ্ছেন না, সেখানে নতুন পারমিট কে নেবে, কিভাবে লোকসান না করে বাস চলবে, কারাই বা পারমিট নেবার ব্যাপারে আগ্রহ দেখাবে। সে প্রশ্ন তুলছেন বাস মালিকরা।

নতুন ভাড়ার যে দাবি বাস মালিকরা তুলছেন তা হল

৫ টাকার বদলে ৮ টাকা
৭ টাকার বদলে ১০ টাকা
৮ টাকার বদলে ১২ টাকা
৯ টাকার বদলে ১৪ টাকা
এবং ১০ টাকার বদলে ১৫ টাকা।

ভাড়ার পূনর্বিন্যাস না হলে রাস্তায় নতুন পুরনো কোনও বাসই নামবে না। নতুন বাসের পারমিট বিলি করেও সাড়া মিলবে না। বলছেন বাস মালিকরা।

.