PAC: হাইকোর্টে মামলার শুনানি শেষ, আপাতত রায়দান স্থগিত

মুকুল রায়ই কি PAC-র চেয়ারম্যান থাকবেন?

Updated By: Mar 30, 2022, 05:52 PM IST
PAC: হাইকোর্টে মামলার শুনানি শেষ, আপাতত রায়দান স্থগিত

নিজস্ব প্রতিবেদন: মুকুল রায়ই (Mukul Roy) কি বিধানসভায় পাবলিক অ্যাকাউন্স কমিটির (PAC) চেয়ারম্যান থাকবেন? হাইকোর্টে (Calcutta High Court) মামলার শুনানি শেষ। শেষদিনে সওয়াল করলেন সংশ্লিষ্ট সবপক্ষই। আপাতত রায়দান স্থগিত রাখল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

বিধানসভা ভোটের (WB Assembly Election 2022) ফল প্রকাশের পর 'ঘর ওয়াপসি'।  বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে (TMC) ফিরেছেন মুকুল রায়। সঙ্গে পুত্র শুভ্রাংশুও। 'ঘরের ছেলে মুকুল'-কে তৃণমূলে স্বাগত জানিয়েছেন খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাহলে কৃষ্ণনগর উত্তরের বিধায়ককে কি PAC-র চেয়ারম্যান নিয়োগ করা হল? হাইকোর্টে জনস্বার্থ মামলা (PIL) দায়ের করেছেন বিজেপি বিধায়ক অম্বিকা রায়। এদিন সেই মামলার শুনানি শেষ হল হাইকোর্টের ডিভিশন বেঞ্চে।

আরও পড়ুন: মেট্রোর কাজের জন্য বন্ধ হচ্ছে নির্মল চন্দ্র স্ট্রিটের একাংশ, যানবাহন ঘোরানো হল এই পথে

স্রেফ PAC-র চেয়ারম্য়ান নিয়োগে আপত্তি নয়, ঘর ওয়াপসির পর মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করতেও তৎপর হয় গেরুয়াশিবির। ১২ বার সেই মামলার শুনানি হয় বিধানসভায়। শেষপর্যন্ত বিজেপির দাবি খারিজ করে দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। কেন? তিনি জানান, 'যে ধরনের প্রমাণ প্রত্যাশা করা হয়েছিল, তা পেশ করতে পারেননি আবেদনকারী। মুকুল রায় বিজেপিতেই আছেন'। 

আরও পড়ুন: Bidhannagar Fraud Case: ব্যাঙ্ক ম্যানেজার পরিচয়ে প্রতারণা প্রতিবেশীর, অ্যাকাউন্ট থেকে গায়েব ৩ কোটি

একুশের বিধানসভা ভোটের আগে তৃণমূল (TMC) ছেড়েছিলেন সাংসদ,মন্ত্রী-সহ একাধিক নেতা। মুকুল রায় কিন্তু সেই দলে ছিলেন না। ২০১৭ সালে বিজেপিতে (BJP) যোগ দেন তৃণমূলের তৎকালীন সর্বভারতীয় সম্পাদক। ২০১৯ লোকসভা ভোটে বাংলা থেকে পদ্ম-প্রতীকে সাংসদ নির্বাচিত হন ১৮ জন। ভালো কাজের পুরস্কার পান মুকুল। বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি হন তিনি। এমনকী, একুশে বিধানসভা ভোটে কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে জেতেন বিজেপি টিকিটেই।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.